গাজার ২০ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেক শিশু। সেভ দ্য চিলড্রেন বলছে, গাজার ৮ লাখের বেশি শিশু–কিশোর বাধাহীন জীবন কী, সেটাই জানে না।
বিষণ্নতায় ভুগছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শিশুরা। এ সংখ্যা একশ কিংবা দুইশ নয়; হাজার হাজার। প্রতি পাঁচটি শিশুর চারটিই মানসিক অবসাদ, বিষণ্নতা, ভয় ও আতঙ্ক নিয়ে বড় হচ্ছে।
নতুন এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে উপত্যকার ৮০ শতাংশ শিশুই মানসিক অবসাদে আক্রান্ত।শিশুদের মানসিক সমস্যার প্রমাণ হিসেবে তাদের বিছানা ভিজিয়ে ফেলা, কথা বলতে না পারা বা সাধারণ কাজগুলো ঠিকমতো করতে না পারার মতো বিষয়গুলো লক্ষ করা যায়।
গাজা হচ্ছে ফিলিস্তিনের এমন একটি এলাকা, যা পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন। এই এলাকাটি ৪১ কিলোমিটার বা ২৫ মাইল দীর্ঘ এবং ১০ কিলোমিটার চওড়া। একদিকে ভূমধ্যসাগর, তিন দিকে ইসরায়েল ও দক্ষিণ দিকে মিশরের সিনাই সীমান্ত।