গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, বিশেষ প্রতিনিধি।।
বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই উত্তরপাড়া আহলে হাদিস জামে মসজিদে শুক্রবার ২২ সেপ্টেম্বর জুম্মার নামাজ আদায় করেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামমীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি।
এসময় ১৯৭৫ সালের ১৫’ই আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার সহধর্মীনি বেগম আরজু মনি সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এসময় তিনি সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামের খেদমত, প্রচার ও প্রসারে শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য অবদানগুলো এবং বিভিন্ন গুজব ও প্রোপাগান্ডার বিরুদ্ধে বাস্তব চিত্রগুলো তুলে ধরে বক্তব্য রাখেন।
নামাজ শেষে দ্য ডেইলি পোস্টের বুড়িচং উপজেলা প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির এর মুখোমুখি হন ,কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামমীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি। বর্তমান রাজনীতি ও কুমিল্লা -৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি নিজের রাজনৈতিক পরিচয় উল্লেখ করে বলেন, আমি জেলা আওয়ামীলীগের রাজনীতিসহ বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে সক্রিয় আছি এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক ছিলাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রসঙ্গে রুমি বলেন, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আমার অস্তিত্বের শেকড়। আমি দুটি উপজেলার ১৭ টি ইউনিয়নে নৌকার জন্য কাজ করেছি যা ইতিমধ্যে আপনারা সাংবাদিক ভাইয়েরাসহ সকলেই অবগত আছেন।
আমি যদি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি বিজয়ী হব এবং আমৃত্যু বুড়িচং-ব্রাহ্মনপাড়ার মানুষের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এই তরুণ আওয়ামী লীগ নেতা এহতেশামুল হাসান
রুমি বলেন, দলীয় সিদ্বান্তের বাহিরে আমি কখনো যাইনি, জননেত্রী শেখ হাসিনা আমার সকল দিক বিবেচনা করে আশা করি আমাকে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার নৌকার প্রার্থী হিসেবে পছন্দ করবেন এবং মনোনয়ন দেবেন বলে আশাবাদী। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি এহতেশামুল হাসান ভূঁইয়া রুমী সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।