বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।
চলতি এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম বিদ্যাপীঠ ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবারও অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
এ বছর উক্ত কলেজ থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বমোট ৬৫৭ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬৫৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৯ দশমিক ৭০ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৫১ জন।
কলেজ সূত্রে জানা যায়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭৮ জন কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছেন ১০০ জন। মানবিক বিভাগ থেকে ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩৬ জন কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
এছাড়া এ কলেজের কারিগরি (বিএম) শাখা থেকে ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই পাশ করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন শিক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, এবারও মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এই সাফল্য অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী’র সার্বক্ষণিক দিকনির্দেশনায় ও সহযোগিতায় এই সাফল্যে অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এছাড়া কলেজের একঝাঁক শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীদের প্রস্তুত করে গড়ে তোলার ফসল হচ্ছে এই ফলাফল। এসময় তিনি কলেজ প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ক্যাপশনঃ- এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম বিদ্যাপীঠ ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করায় আনন্দ উল্লাসে মেতে উঠেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীগণ।