জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে দেয়নি ইসরায়েলি পুলিশ। শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
মুসলমানদের আল-আকসায় প্রবেশ ইসরায়েলি পুলিশ কঠোরভাবে নিয়ন্ত্রন করে। মাঝে মাঝে শুধুমাত্র নির্বাচিত কয়েকজনকে মসজিদের লায়নস গেট দিয়ে মসজিদে প্রবেশ করতে দেয়।
শুক্রবার পুলিশ মুসল্লিদের প্রবেশ করতে না দেওয়ার কোনো কারণ দেখায়নি। এতে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মুসল্লি ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ মুসল্লিদের ধাক্কা দিয়ে মসজিদের আঙ্গিনার বাইরে বের করে দেয়। একজন বয়স্ক নারীকেও মসজিদের আঙ্গিনা থেকে ঠেলে বের করে দেওয়া হয়।
সিএনএন ঘটনাস্থল থেকে জানিয়েছে, ভারী অস্ত্রধারী পুলিশ অফিসারদের একটি দল আক্রমণাত্মকভাবে একজন তরুণীকে তার ফোনে পরিস্থিতির ছবি তোলার সময় তাকে পথ থেকে দূরে ঠেলে দেয়। পুলিশ তখন পুরো এলাকা থেকে লোকজনদের বের করে দেয়। এমনকি সিএনএনের টিমকেও বের করে দেওয়া হয়।