বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনে’র প্রথমদিন সকালে ঢাকার শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তাদেরকে শাহবাগে সমবেত হতে দেখা গেছে। এসময় অনেকের হাতে লাঠি-সোটা দেখা গেছে।
এদিকে, ঢাকার রাস্তায় যান চলাচল কম দেখা যাচ্ছে।
ধানমণ্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, সংসদভবন, বিজয় স্মরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ, কাকরাইল, বেইলি রোড, মতিঝিলসহ ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ঘুরে সংবাদদাতারা জানিয়েছেন, রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুবই কম। ব্যক্তিগত গাড়িও খুব একটা বের হয়নি।
তবে সড়কে রিক্সা, সিএনজি অটোরিক্সা এবং মোটরবাইক চলাচল করছে। ফলে সেগুলোতে করেই মানুষজন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। গাড়ি না পেয়ে অনেকে হেঁটেও যাচ্ছেন।
অন্যদিকে, শহরের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।
তবে সরকার সমর্থকদের কাউকে এখনো কোথাও অবস্থান নিতে দেখা যায়নি।
বিবিসি বাংলা।