ফেনীতে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শহরের বারাহী পুরের বাসিন্দা আবুল বশরের ছেলে মো. সাকিব (২১), দাগনভূঞা উপজেলার হিজলি গ্রামের বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. ছায়েদ (২৪) ও বারাহীপুরের আরেক বাসিন্দা আবুল বশরের ছেলে আল আমিন (২৬)। এ ছাড়া পলাতক আছেন ধর্মপুর ইউনিয়নের বাদশা(২৩)।
পুলিশ জানায়, গত সোমবার (৪ নভেম্বর) ফেনী শহরের উপশম হাসপাতালের সামনে থেকে ইসমাইল হোসেনকে (২৪) অপহরণ করে চার যুবক। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় ইসমাইলের পরিবার ও স্বজনরা থানা পুলিশের দ্বারস্থ হন। এরপর বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা ভুক্তভোগীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলায় জড়িত বলে থানায় হস্তান্তর করেন।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ভুক্তভোগীর পরিবারের করা অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল (উপশম হাসপাতাল) সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা পেয়ে চার আসামির তিনজনকে গ্রেফতার করা হয়।
এএনবি২৪ ডট নেট /মাহামুদুল