প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই দেশটির নাম মালদ্বীপ
সমুদ্রের মধ্যে আস্ত একটা দেশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই দেশটির নাম মালদ্বীপ। ছোট ছোট প্রায় ১ হাজার ২০০ দ্বীপের সমন্বয়ে এই দেশ গড়ে উঠেছে। রাজধানীর নাম মালে। ৬ দশমিক ৮ বর্গকিলোমিটারের এই রাজধানী শহরই তুলনামূলক জনবহুল। মালের পর মাফুসি দ্বীপে কিছুটা গমগমে ভাব মেলে। পুরো দেশের দ্বীপগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। সাজানো গোছানো এই দেশের কিছু ছবি দেখে নিন এখানে।





