
রোববার গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘এক দফা’ দাবি এবং ‘অসহযোগ আন্দোলন’ ও বিক্ষোভ কর্মসূচির মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠক করতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প এবং বাণিজ্য মন্ত্রীসহ মন্ত্রিসভার ২৭জন সদস্য উপস্থিত থাকবেন।
সেইসাথে সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানানো হয়েছে।
বিবিসি বাংলা।