বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।
দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’, মাননীয় প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা মেনে কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টার আঙিনায় সবজি বাগান করে চমকে দিয়েছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা রোগী ও দর্শনার্থীদের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এমন উদ্যোগ প্রশংসিতও হচ্ছে সেবা নিতে আসা রোগী ও সাধারণ মানুষের মাঝে। ইচ্ছে থাকলে উপায় হয়,অসম্ভবকে সম্ভব করা যায় কিংবা অসম্ভব বলে কিছু নেই এর বাস্তব উদাহরণ উপজেলার প্রশাসনিক ভবন ও স্বাস্থ্য কমপ্লেক্সে। এসব সবজি দিয়ে নিজের কর্মচারী পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি উপহার স্বরূপ শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিতরণও করা হয় বলে জানান কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মনোরম ফুলের বাগান, সরকারি কোয়ার্টারের আঙিনায় পতিত জায়গায় জৈবসার ব্যবহার করে বিষমুক্ত বেশ কয়েক রকমের সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিম, কাঁচামরিচ, পেঁপে, মিষ্টিকুমড়া, বেগুন, শসা, ডাঁটা, লাউ, করলা ইত্যাদি। শাকের মধ্যে রয়েছে পুঁই শাক, কলমি, লালশাক। সকালে অফিস সময়ের আগে ও পরে ওই সবজি ক্ষেতের পরিচর্যা করা হয়। এছাড়া রয়েছে ফলের গাছসহ নানা জাতের ঔষধি গাছ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠু বলেন, হাসপাতাল কমপ্লেক্সটি ১৯৭৪ সালে ৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়। হাসপাতাল ও কোয়ার্টারের সামনে ও পিছনে প্রচুর অনাবাদি জমি রয়েছে এসব জায়গায় আমার পরামর্শে সহকর্মীরা আন্তরিক ভাবে ফুলের বাগান, শাক-সবজি ও ফলমূল রোপণ, পরিচর্যা শুরু করে। এভাবে প্রায় ১০ শতক জমিতে সবজি চাষ করা হয়েছে। আরো ১০ শতক জমিতে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাহিদা আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বিত উদ্যোগে পরিত্যক্ত জমিতে সবজি বাগান করার কথা হয়েছে। আরো বড় পরিসরে কোয়ার্টারের আশেপাশের খালি জায়গাগুলো আবাদে এ কমপ্লেক্সটির রূপ বদলে যাবে। ‘দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’, মাননীয় প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা অনুযায়ী কোয়ার্টারের আঙিনার পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করা হয়েছে , পাশে রয়েছে বিশাল পুকুর।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন,বাজারে প্রায় সবধরনের সবজির দাম বেশি। তার কারণ, চাহিদার চেয়ে উৎপাদন কম। আন্তরিকতা থাকলে দেশের সব সরকারি-বেসরকারি সব অফিস ও ঘর-বাড়ির পরিত্যক্ত জায়গায় এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব। এতে বাজারে সবজির দাম লাগামহীন হবে না।
কোয়ার্টারের সব পতিত জায়গায় এসব বীজ বপন করে সবজি বাগান গড়ার পরামর্শ দিয়েছি। এতে করে বিষমুক্ত সবজি ও পুষ্টির চাহিদা পূরণ হবে স্বাস্থ্য কমপ্লেক্সে বসবাসরত বাসিন্দাদের। এ সময় তিনি সব অফিস ও বসতবাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় সবজি বা ফল চাষের আহ্বান জানান।
এএনবি২৪ ডট নেট / মাহামুদুল