গতমাসে মালদ্বীপে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করেছে

মালদ্বীপের রাজধানী মালে শহর। ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসে সবচেয়ে বেশি পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছে। গতকাল দেশটির পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে গত বছরের অক্টোবরে মালদ্বীপে ১ লাখ ৫৩ হাজার ৭৩৭ জন পর্যটক ভ্রমণ করেছে । যা চলতি বছর গত মাসে ১ লাখ ৫৯ হাজার ১৪১ জন পর্যটক ভ্রমণে এসে যা গতবছরের একেই সময় তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি।

পর্যটন মন্ত্রণালয় জানায়, ২০১৯ ও ২০২১ সালে আসা পর্যটকের সংখ্যার তুলনায় অক্টোবরে আগত পর্যটকের সংখ্যা আট শতাংশ বৃদ্ধি পেয়েছে।এটি একটি নতুন রেকর্ড

গত বছরের একই সময়ের তুলনায় চলতি মাসের আট তারিখ পর্যন্ত মালদ্বীপে আসা পর্যটকের সংখ্যা বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ। গত বছরের একই সময়ে মালদ্বীপে আসা পর্যটকের সংখ্যা ছিল ১৩ লাখ ৮০ হাজার, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজারে।

এ বছর সবচেয়ে বেশি পর্যটক এসে রাশিয়া থেকে। মালদ্বীপে রাশিয়া থেকে ১,৮০,০০১ জন পর্যটক ভ্রমণ করেছে। যেখানে গত বছর শীর্ষ স্থান ধরে রাখা ভারতের ১,৬৮,০৭০ জন পর্যটক ছিলো।

এ বছর মালদ্বীপের পর্যটনের প্রাথমিক লক্ষ্য ছিলো ১.৮ মিলিয়ন পর্যটককে আকৃষ্ট করা। তবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মাদ সোলিহ এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৯ লাখ হবে বলেছে আসা প্রকাশ করেন।

মালদ্বীপে পর্যটনের শিল্পের ভরা মৌসুম আসছে ও আগামী দিনগুলোতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী দেশটির পর্যটন মন্ত্রণালয়ের।