মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল দাতুক মোহাম্মদ এ্যানি বিন আতানের কাছে তিনি পরিচয়পত্রের অনুলিপি পেশ করেন।
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসময় এক বৈঠকে উভয়পক্ষ দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) ফারহান আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সরকার গত ৬ জুলাই ইতালিতে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা কূটনীতিক শামীম আহসানকে মালয়েশিয়ায় নতুন হাইকমিশনার করার সিদ্ধান্তের কথা জানায়। পাঁচ দিন আগে নতুন কর্মস্থলে যোগ দিতে মালয়েশিয়ায় যান তিনি। চলতি সপ্তাহে তিনি হাইকমিশনে যোগ দেন।নবনিযুক্ত হাইকমিশনার শামীম আহসান ১১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি দেশে-বিদেশে কাজ করেছেন। তিনি নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি রোম, নাইরোবি, দোহা, কুয়েত এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে কাজ করেছেন।
শামীম আহসান বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস সম্পন্ন করেন। এছাড়া তিনি দেশে-বিদেশে বেশকিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স করেছেন।
আহমাদুল কবির , মালয়েশিয়া