অন্যকে নিয়ে আমাদের যে পরিমাণ আগ্রহ, অন্যের জীবনকে আমরা যেভাবে অতি মনোযোগের সাথে বিশ্লেষণ করি; সেভাবে যদি আমাদের জীবনটাকে বিশ্লেষণ করতাম, অনেক সমস্যার সমাধান হয়ে যেতো, সাথে মিলতো আত্মিক প্রশান্তি।
অন্যের গোপন কথা বলতে পারার নাম সার্থকতা না, অনেকের অনেক সিক্রেট মনেই কবর দেয়ার নাম সার্থকতা।
বলতে পারার অসুখটা এত বিশ্রী যে, শুধুমাত্র এই বলার সুখের জন্য নিজের দুর্বলতাকেও বলার মত টপিক বানিয়ে ফেলি।
আমি ওমুক কাজ পারি না, এটা আমার দুর্বলতা৷ আমাকে বলতেই হবে, এই প্রবণতা থেকে আমারই দুর্বলতাকে সবার সামনে বলতে থাকি।
আমার মেজাজ বেশি, এটা কখনোই গর্ব করার মত না; লজ্জা পাওয়ার মত। হাস্যকর হলো, ব্যাপারটাকে আমি গর্ব ভরে উপস্থাপন করি আর বাকীরা ঠিকই আমাকে নিয়ে হাসাহাসি করার টপিক বানিয়ে নেয় এটাকে !
আরেক জন অনলাইনে ভালো মানুষ, অফলাইনে বেশি সুবিধার না৷ তার এই ভালোমানুষী কিন্তু কারো কোন ক্ষতি করছে না। কিন্তু আমার তাতে ও জ্বলছে! আমি যাকে ভালো জানি না, তাকে আর কেউ কেনো ভালো জানবে?
শুরু হয়ে যায় অন্যদের ইনবক্সে তার নামে পিণ্ডি চটকানো।
আপনাকে যে আরেকজনের ব্যাপারে মন্দ কথা বলছে, সে শিওর আপনার ব্যাপারেও অন্য কারো সাথে কনভার্সেশন বাড়াচ্ছে রসিয়ে, মজা নিয়ে!
যে অন্যের ত্রুটি বলে বেড়ায় আর যে শুনে ও তা প্রশ্রয় দেয়, উভয়ই একই কাতারের। অন্যকে নিয়ে আমাদের যে পরিমাণ আগ্রহ, অন্যের জীবনকে আমরা যেভাবে অতি মনোযোগের সাথে বিশ্লেষণ করি; সেভাবে যদি আমাদের জীবনটাকে বিশ্লেষণ করতাম, অনেক সমস্যার সমাধান হয়ে যেতো, সাথে মিলতো আত্মিক প্রশান্তি।
কিন্তু আমরা তো তা করবো না। করলে তো আরেকজন শান্তিতে থাকবে। তা হয় কী করে!নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা জাতি আমরা!