, বুড়িচং, কুমিল্লা ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুরা দক্ষিণ পাড়া মুন্সি বাড়ির বাসিন্দা, মরহুম ওসমান মুন্সির ছেলে হরিনধরা ও বাজেহুরা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মরহুম আব্দুল করিম মুন্সির কবর ভেংগে গেলে সংস্কার করতে গতকাল (শনিবার) লাশ উত্তোলন করতে গিয়ে দেখা যায়, দাফনের ১০মাস পরেও তার মরদেহটি অক্ষত রয়েছে পুরোপুরি। স্থানীয়রা এ সংবাদ জানার পর মরহুম ইমাম আব্দুল করিম মুন্সির লাশ দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সকলেই তাকে মসজিদের ইমাম হিসেবে পছন্দ করতেন। ধর্মভীরু দ্বীনদার আলেম ছিলেন তিনি। গত কয়েকদিন আগে বৃষ্টিতে কবরটি ভেঙ্গে যাওয়ায় পরিবারের লোকজন কবরটির চারদিকে ইটি দিয়ে পাকা ও সংস্কারের জন্য খনন করলে দেখা যায়, দাফনের কাপড় সহ লাশটি পুরোপুরি অক্ষত অবস্থায় রয়েছে। ৮৫ বছর বয়সে গত দশ মাস আগে মৃত্যু বরন করেন তিনি। মরহুমের ছেলে মাওলানা হাবিব মুন্সি বর্তমানে হরিণধরা জামে মসজিদের ইমাম। এদিকে এখবর এলাকায় ছড়িয়ে পড়লে মরদেহটি একনজর দেখতে স্থানীয় ইউপি চেয়ারম্যান লালন হায়দার, সাবেক জেলা পরিষদ সদস্য হাজী মোঃ তারেক হায়দার সহ এলাকাবাসী ভীর জমায় কবরস্থানে। মরহুমের পরিবারের সদস্যরা জানান,কবরের কাজ সংস্কার শেষে পুনরায় মরদেহটি দাফন করার প্রক্রিয়া চলছে ।। স্থানীয় ইউপি চেয়ারম্যান লালন হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
গাজী জাহাঙ্গীর আলম জাবির।