মোহাম্মদ কাইয়ুম মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশিকে খুঁজছে দেশটির পুলিশ। অভিবাসন আইন ভঙ্গ করার দায়ে তার ব্যাপারে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ
শুক্রবার (১৩ অক্টোবর) কাইয়ুমকে খোঁজার জন্য স্থানীয় গণমাধ্যমসহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার ছবিসহ প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহোযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
৪৩ বছর বয়সী কাইয়ুমের পাসপোর্ট নম্বর EE0520503। মালয়েশিয়ায় তার সবশেষ ঠিকানা ছিল কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, ১০, জালান ১/৭০ডি, অফ জালান বুকিত কিয়ারা, কুয়ালালামপুর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩/৩৯ (বি) আইনের অধীনে মামলা-মোকদ্দমার ক্ষেত্রে বিশেষ আদালতে বিচারের উদ্দেশ্যে কাইয়ুমের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চাইছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ইমিগ্রেশন বিভাগের উপ-সহকারী পরিচালক (টিপিপিআই) ফিরাহ বিনতি মোহাম্মদ শাহারিকে অফিস চলাকালীন ০৩-৮৮৮০১৩৩৮/১৩৩০ এবং অফিস সময়ের পরে অপারেশন রুম ০৩-৮৮৮০১৫৫৫ নম্বরে ফোন দিয়ে জানানোর জন্য বলা হয়েছে।