আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে ব্যাপকহারে রকেট হামলা চালালে এর জবাবে পাল্টা বিমান হামলা চালায় ইসরাইলও। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
রোববার (৮ অক্টোবর) এ বৈঠক ডাকার কথা এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, অব্যাহত পাল্টাপাল্টি হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বানও জানানো হয়েছে। খবর: আল-জাজিরা।
শনিবার (৭ অক্টোবর) হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে ইসরাইলে একের পর এক রকেট হামলা এবং হামাস সদস্যরা ইসরাইলের ভেতর প্রবেশ করে বহুমুখী আক্রমণ শুরু করলে পাল্টা বিমান হামলা চালায় ইসরাইল। এর মধ্যেই ফিলিস্তিনের ওই টাওয়ারটি গুঁড়িয়ে দেয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
পাশের একটি ভবন থেকে লাইভ করার সময় সংবাদমাধ্যম আল-জাজিরার একজন সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে ভয়াবহ সেই হামলার ঘটনার ভিডিও।
তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ইসরাইলের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো গাজায় দুটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে। ওই ভবন দুটি হামাসের ‘সামরিক অবকাঠামো’ ছিল বলে দাবি করেছে ইসরাইল।
হামাসের হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২০০ ইসরাইলি এবং ইসরাইলের পাল্টা হামলায় গাজায় ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।