সোমালিয়ার রাজধানীতে একটি চায়ের দোকানে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানান, দোকানটি সংসদ ও প্রেসিডেন্টের কার্যালয়ের দিকে যাওয়ার রাস্তার একটি চেকপয়েন্টে অবস্থিত। সেখানেই বিস্ফোরণটি ঘটে।
দোকানটিতে ঘন ঘন সেনারা যান। পুলিশের মুখপাত্র সাদিক আলি বলেছেন, বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। বোমা হামলাকারী আল-কায়েদার সংশ্লিষ্ট আল শাবাবের সদস্য। সাদিক একটি বিবৃতিতে বলেন, হামলাকারী পাঁচজনকে হত্যা করেছে, যারা সবাই চা পান করছিল
আত্মঘাতী বোমা হামলাকারী খারিজি সন্ত্রাসীদের একজন। সরকার খারিজি সন্ত্রাসী বলতে আল-কায়েদার সংযুক্ত আল শাবাব গোষ্ঠীকে বোঝায়।
বিস্ফোরণস্থলের প্রত্যক্ষদর্শী আহমেদ আলি বলেন, ‘আমি গণনা করেছি এবং সাতজন নিহত ও ছয়জন আহতকে পরিবহন করতে সাহায্য করেছি, যাদের অধিকাংশই সেনা।’ ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসাকর্মীরা নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, বিস্ফোরণে আটজন আহত হয়েছে।
অতীতে আল-কায়েদার সংযুক্ত আল শাবাব গোষ্ঠী মোগাদিশু ও সোমালিয়ার অন্যান্য অংশে একই রকম হামলার দায় স্বীকার করেছে। জুন মাসে আল শাবাব মোগাদিশুর দক্ষিণ-পশ্চিমে তাদের ঘাঁটিতে উগান্ডার ৫৪ সেনাকে হত্যা করে। গোষ্ঠীটির লক্ষ্য কেন্দ্রীয় সরকারের পতন এবং ইসলামী আইনের নিজস্ব কঠোর ব্যাখ্যা আরোপ করা।
সূত্র : রয়টার্স