
, বুড়িচং, কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে, সান মেডিকেলের সহযোগিতায় এবং বুড়িচং সাংবাদিক সমিতির ব্যবস্থাপনায় উপজেলা ভিত্তিক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর (শনিবার) সকালে বুড়িচং উপজেলা কৃষি হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও সান মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল লতিফ।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াছমিন রীমা, সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, সহ-সভাপতি ওমর ফারুকী তাপস, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ।
কর্মশালার বিষয়বস্তু ছিল সাংবাদিকদের কাজ কি, আমি কেন সাংবাদিক হবো, সাংবাদিক হলে আমার কি লাভ, একজন আদর্শ সাংবাদিকের গুনাবলী কি কি। প্রকৃত ও অপ্রকৃত সাংবাদিকের মধ্যে পার্থক্য বিষয়ে আলোচনা করেন শাহাজাদা এমরান। ফটো সাংবাদিক এবং আদর্শ ফটো সাংবাদিকের গুণাবলী বিষয়ে আলোচনা করেন ওমর ফারুকী তাপস। অনলাইন/মোবাইল ও টিভি সাংবাদিকতার উপর আলোচনা করেন খালেদ সাইফুল্লাহ। সংবাদ কি, সংবাদ লিখার পদ্ধতি ও প্রয়োগ, “নির্বাচন ও সাংবাদিক” নিয়ে আলোচনা করেন ইয়াছমিন রীমা।
বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, নির্বাহী সদস্য তারিকুল ইসলাম তরুণ, ব্রাহ্মণপাড়া উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মো.ফারুক আহাম্মদ , সাধারণ সম্পাদক মো. রুবেল।
কর্মশালায় অংশ নেয়, দৈনিক আমার সংবাদ ও anদ্য ডেইলি পোস্টের প্রতিনিধি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, দৈনিক শিরোনামের প্রতিনিধি আবদুল মোমেন, দৈনিক দিগন্তের বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম, দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি আলমগীর হোসেন, আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু, আমাদের কুমিল্লা প্রতিনিধি এম এ হান্নান রোকন, যুগান্তর প্রতিনিধি প্রভাষক ইকবাল হোসেন, তালাশ বাংলার সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মো. শামীম হোসেন, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মো. হাসান, জবাবদিহি পত্রিকার প্রতিনিধি মো. আব্দুল্লাহ, বেঙ্গল টাইমসের প্রতিনিধি মো. আলমগীর হোসেন বাচ্চু বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. সাফি, ব্রাহ্মণপাড়া পত্রিকার প্রতিনিধি মো. তাজুল ইসলাম, বাংলা আলোড়ন প্রতিনিধি মো. ছাদেকুর রহমান প্রমুখ।
গাজী জাহাঙ্গীর আলম জাবির।