ইহুদিদের নববর্ষ “রোশ হাশানাহ” উপলক্ষে মুসলিমদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা প্রাঙ্গণে প্রবেশের মাধ্যমে তার পবিত্রতার লঙ্ঘন করেছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা।
জর্ডান থেকে পরিচালিত হওয়া ইসলামিক ওয়াকফ বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে, অবৈধ বসতি স্থাপনকারীদের মসজিদের ভেতরে প্রবেশের পূর্বে ফিলিস্তিনি মুসল্লিদের সেখান থেকে বের করে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী।
বিবৃতি আরো বলা হয়েছে, ৫০ বছরের নিচে যেসব ফিলিস্তিনিদের বয়স তাদেরকে মসজিদ প্রাঙ্গনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের মাধ্যমে জানা গিয়েছে মসজিদের ভেতর থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। যদিও এ বিষয়ে দখলদার রাষ্ট্রটির কর্মকর্তাদের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
ইহুদিরা এই বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাদের নতুন বছরের ছুটি পালন করেছে।
উল্লেখ্য; আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাটিকে “টেম্পল মাউন্ট” বলে থাকে। তাদের দাবি এখানে প্রাচীনকালে ইহুদিদের দুইটি মন্দির ছিল। ১৯৬৭ সালে সংঘটিত আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুসালেমে অবস্থিত আল-আকসা মসজিদ দখল করে নেয় ইসরাইল।
সূত্র: মুসলিম মিরর