কুমিল্লা বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের তিনজনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(৮ মার্চ ২০২৩) বুধবার মধ্যরাতে বুড়িচং থানার এসআই আবদুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী মোহাম্মদ মানিক (৩৫) গ্রেফতার। তার পিতার নাম মোঃ জজু মিয়া। তার গ্রেফতার এর খবরের খুশীতে এলাকাবাসী আনন্দে মিষ্টি বিতরণ করেন।
এর পূর্বে মাদক মামলা সহ তার নামে আরোও ছয়টি মামলা রয়েছে।বুড়িচং থানার মামলা নং ১৪,গত ১০ জানুয়ারী ২০ ২৩ ইং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২এর ৮(১)(২)(৩) সহ সাত মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মানিক কে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেন বুড়িচং থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়,বুড়িচং গ্রামের এক প্রবাসীর মেয়েকে বন্ধুরা মিলে ব্ল্যাকমেইল করে অশ্লীল ছবি তুলতে বাধ্য করায় এবং পরবর্তীতে ইহা ইন্টারনেট মাধ্যমে ফেইসবুক,লিফলেট,পোস্টারিংয়ে ছড়িয়ে দেয়।এই অশ্লীল ছবি লোকমুখে জানাজানি হলে তা দেখতে পেয়ে প্রবাসীর মেয়ে ও স্ত্রী আত্মহত্যা করতে যায়,যা পরিবারের লোকজন দেখতে পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং আসামি পক্ষকে বিষয়টি অবগত করে।এতে মামলার আসামিরা বিভিন্ন মাধ্যমে বাদিকে ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করে থাকে।বিষয়টি আমি আসামীদের অভিভাবকদেরকে জানালে আসামীরা আমাকে রাস্তায় আটকিয়ে গালাগালি সহ হুমকি-ধমকি প্রদর্শন করে থাকে।বুড়িচং থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, পর্নোগ্রাফি আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, আমরা এই পর্যন্ত ২জন আসামীকে আটক করেছি, বাকি অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।
এএনবি২৪ ডট নেট /গাজী জাহাঙ্গীর আলম জাবির,