বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের মৃত আক্রম আলীর ছেলে নুরুল ইসলামের ইন্দ্রবতী মৌজায় ৪০ শতাংশ জমিতে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির কাঠ গাছের চারা প্রতিহিংসার বসত স্থানীয় দূর্বৃত্তরা কেটে দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ওই দিন বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় সহ ঘটনাস্থলে পরিদর্শন করেন।
লিখিত অভিযোগে ও বাদী নুরুল ইসলাম জানায় জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর ইছাপুরা গ্রামের মৃত আক্রম আলীর ছেলে নুরুল ইসলাম তার ক্রয় করা জমিতে ইন্দ্রবতী মৌজায় ৪০ শতাংশে তিনি বিভিন্ন প্রজাতির দুই শতাধিক কাঠ গাছের চারা রোপন করেন। স্থানীয় একটি দূর্বৃত্ত চক্র প্রতিহিংসার বসত এবং পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার সকালে (৩ মার্চ) বিভিন্ন কাঠ গাছের দুই শতাধিক চারা কুপিয়ে নিধন করে ফেলে চলে যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী নুরুল ইসলাম জানান। তিনি আরও জানান পুর্ব বিরোধের জের ধরে তারা এধরণের কান্ড ঘটিয়েছে। এঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ৭ জনকে নামীয় এবং ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে। আসামীরা হলেন আবু সাঈদ, মোঃ রিপন উভয় পিতা আলফু মিয়া, মোঃ সজিব পিতা মৃত সফিকুল ইসলাম, মোঃ শুভ পিতা মোঃ জাহাঙ্গীর আলম, আলফু মিয়া, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, সর্ব পিতা মৃত আব্দুল গনি।
এব্যাপারে বুড়িচং থানার এস আই মোঃ জাহাঙ্গীর আলম বলেন এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বাদী নুরুল ইসলাম। অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করি। নুরুল ইসলাম এর একটি বাগানে প্রায় দুই শতের অধিক বিভিন্ন প্রজাতির কাঠ গাছের চারা কুপিয়ে নিধন করেছে। এই বিষয়ে আইন গত ব্যবস্থা নেয়া হবে।