টানা ১১ বার এইচএসসিতে সেরা সোনার বাংলা কলেজ

কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাশের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫-এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

(৮ ফেব্রুয়ারি ২০২৩) বুধবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়- চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৪৮ হাজার ৪৬৩ এবং ছেলে পরীক্ষার্থী ৩৭ হাজার ৪১৭। পাশ করে মোট ৭৭ হাজার ৯০৭ জন। মেয়ে পরীক্ষার্থী পাশ করে ৪৪ হাজার ২৯১, ছেলে পরীক্ষার্থী পাশ করে ৩৩ হাজার ৬১৬। মেয়েদের পাশের হার ৯১.৩৯ শতাংশ, ছেলেদের পাশ ৮৯.৮৪ শতাংশ।

এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন। মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩০৭, ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮৪ জন।

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে টানা ১১ বার শতভাগ সাফল্য অর্জন করে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সোনার বাংলা কলেজ থেকে ৪২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই পাস করেছে। এদের মধ্যে ৩৯৬ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪৮ জন শিক্ষার্থীর সকলেই জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগ থেকে ১৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই পাস করেছে এবং ১১৯ জন জিপিএ ফাইভ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৪২ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে এবং ১২৯ জন জিপিএ ফাইভ পেয়েছে।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজারসংলগ্ন গোবিন্দপুরে বিগত ২০০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সোনার বাংলা কলেজ শুরু থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। ২০১২ খ্রিস্টাব্দ থেকে ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত টানা ১১ বার এ কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে।

সোনার বাংলা কলেজ থেকে ২০১২ খ্রিস্টাব্দে ২৫৮ জন, ২০১৩ খ্রিস্টাব্দে ৩০২ জন, ২০১৪ খ্রিস্টাব্দে ৩৩৭ জন, ২০১৫ খ্রিস্টাব্দে ৩৬০ জন, ২০১৬ খ্রিস্টাব্দে ৩১৯ জন, ২০১৭ খ্রিস্টাব্দে ৩১৮ জন, ২০১৮ খ্রিস্টাব্দে ৪৪৯ জন, ২০১৯ খ্রিস্টাব্দে ৩৬৩ জন, ২০২০ খ্রিস্টাব্দে ৩৬৭ জন, ২০২১ খ্রিস্টাব্দে ৪১৭ জন এবং ২০২২ খ্রিস্টাব্দে ৪২১ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই পাস করেছে এবং যথাক্রমে ৬০ জন, ৬৭ জন, ১৩৩ জন, ১২৭ জন, ৯৩ জন, ৫০ জন, ৮৩ জন, ১০৪ জন, ২৬১ জন, ২৪১ জন এবং ৩৯৬ জন জিপিএ ফাইভ অর্জন করেছে। এবছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ ফাইভ পেয়েছে এবং মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগের ২৭৩ জন শিক্ষার্থীর মধ্যে মাধ্যমিক পর্যায়ে মাত্র ২৩ জনের জিপিএ ফাইভ থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২৪৮ জন জিপিএ ফাইভ পেয়ে চমকপ্রদ সাফল্যের স্বাক্ষর রেখেছে।

পড়ালেখার পাশাপাশি এ কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবং বিভিন্ন অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

কুমিল্লা শহরের বাইরে বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামীন জনপদে বিগত ২০০০ সনে প্রতিষ্ঠিত সোনার বাংলা কলেজটি শুরু থেকেই অসাধারণ সাফল্য অর্জন করে আসছে বলে জানান কর্তৃপক্ষ।ধারাবাহিকভাবে টানা এগরোবার বোর্ড সেরা সাফল্য অর্জনের বিষয়ে জাতীয় বিশ্বাবিদ্যালয়ের সিনেট সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ বলেন-শৃঙ্খলাবিধির যথাযথ অনুসরণ , আধুনিক ও বিজ্ঞানসম্মত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকের নিবিড় সংযোগ সর্বোপরি সুযোগ্য গভর্ণিং বডির দিক নির্দেশনায় এ ধরণের অসাধারণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

প্রকাশকঃএম এইচ, কে , উপদেষ্টা সম্পাদক,জাহাঙ্গীর আলম জাবির, ব্যবস্থাপনা সম্পাদকঃনির্বাহী সম্পাদকঃ বার্তা সম্পাদকঃ সাইদুর রহমান মিন্টু এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি anb24.net is one of the most popular Bangla News publishers. It is the fastest-growing Bangla news media that providesective news within the accurate and obj shortest poassible time.anb24.net intends to cover its reach throughout every district of the country, also global news of every segment such as politics, economics, sports, entertainment, education, information and technology, features, lifestyle, and columns anbnewsbd@gmail.com /mahamudulbd7@gmail.com mahamudul@anb24.net