বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর আজ্ঞাপুর গ্রামের মোর্শেদা বেগম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার সকাল থেকে মহা মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সারাদিন মোর্শেদিয়ানদের ( সকল শিক্ষার্থীদের) স্মৃতি চারণ মূলক বক্তব্য ছিল। আরও ছিল সকল বন্ধুদের মহা মিলন মেলা, ছিল বিদ্যালয় মাঠে বিভিন্ন স্টল মুখ রোচক খাবার, নাসারী ফুল, ফলের নানা রকম চারা গাছ।
আয়োজিত মহা মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।
উল্লেখ্য অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপির নেতৃত্বে বিদ্যালয় প্রতিষ্ঠাতা মরহুম শামসুদ্দিন এর কবর জিয়ারত, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন আয়োজকদের নিয়ে।
সভাপতিত্ব করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ এর আহবায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল এবং পরিচালনা করেন যুগ্ম আহবায়ক জয়নাল হোসেন শামীম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন সদস্য সচিব ফখরুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম ওরফে আব্দুল হক মাষ্টার, অধ্যাক্ষ পিজিউল আলম, উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাষ্টার, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার, আব্দুল করিম, মোঃ ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার মোঃ হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যাংক মোঃ আব্দুর রহিম খান, প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, প্রকৌশলী মোঃ শাহজাহান, মোঃ আব্দুল হক, মোঃ খলিলুর রহমান শুভ,রুমা সরকার চৌধুরী, অধ্যাপক মোঃ শাহজাহান, অ্যাডভোকেট আসাদুজ্জামান মনির, এমদাদুল হক পলাশ, কমিটির সদস্য সচিব এম সোলেমান, কমিটির সদস্য আসাদুজ্জামান মনির, জামাল হোসেন, জুবায়ের আহাম্মদ খান, সাজ্জাদ হোসেন মাষ্টার, ওবায়দুর রহমান, খসরুর আলম, জালাল উদ্দীন । উপস্থিত ছিলেন, বিদ্যালয় ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সকল সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন । অনুষ্ঠান শেষে বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন চলছিল।
এএনবি২৪ ডট নেট/বুড়িচং কুমিল্লা থেকে।।