
ভারতে প্যারাসুট নিয়ে উড়তে গিয়ে একদিনে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।সাম্প্রতিক সময়ে ভারতের মহারাষ্ট্রে এ ধরণের একাধিক ঘটনা ঘটেছে
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪ ইউটিউব চ্যানেল।
প্রতিবেদনে বলা হয়, সকালের দিকে মহারাষ্ট্রের গুজরাটে দক্ষিণ কোরিয়ার এক নাগরিক প্যারাসুটে উড়তে গিয়ে ৫০ মিটার উপর থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসন জানায়, ওই ব্যক্তি প্যারাসুট নিয়ে নিচের দিকে নামছিলেন। এ সময় প্যারাসুট ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মাটিতে আছড়ে পড়েন। এতেই এ দুর্ঘটনা ঘটে।
এদিকে একইদিন বিকেলের দিকে হিমাচল প্রদেশের কুল্লা জেলায় আরেকটি দুর্ঘটনা ঘটে। এতে সুরুজ সঞ্চয় শাহা (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন।সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ।
প্রশাসন জানায়, সুরুজ প্যারাসুট নিয়ে প্রায় ১০০ ফুট উপরে উঠে পড়েন। এ সময় তার প্যারাসুটটিও অকেজো হয়ে পড়লে তিনি পড়ে মারা যান।সাম্প্রতিক সময়ে ভারতের মহারাষ্ট্রে এ ধরণের একাধিক ঘটনা ঘটেছে। এর জেরে এ বছরের জানুয়ারি মাসে প্যারাসুট নিয়ে ওড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির হাইকোর্ট। তবে এ নির্দেশ অনেকেই অমান্য করছেন।
এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি