
দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জাতীয় বিমানসংস্থা মালদ্বীভিয়ান এয়ারলাইন্স ঢাকা রুটে সপ্তাহে ৬ দিন ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে। সাথে প্রবাসী বাংলাদেশীদের জন্য ৪০কেজি ব্যাগেজ ঘোষনা করেছে মালদ্বিভিয়ান এয়ার।
ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪ ইউটিউব চ্যানেল।
গতকাল ১ ডিসেম্বর তাদের অফিসিয়াল ভেরিফাই ফেইসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিসেম্বর শুরু থেকে মালে-ঢাকা-মালে রুটে বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন মালে থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে মালদ্বীভিয়ান এয়ারলাইন্স।
মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট,রবি, সোম, মঙ্গল,সকাল ৮ঃ৪৫ মিনিটে মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর পৌঁছাবে দুপুর ১ঃ৪০ মিনিটে। আরও পড়ুনঃঃ মালে-ঢাকায় সপ্তাহে ৬ দিন মালদ্বীভিয়ান এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে।
শুক্র, রবি,এবং মঙ্গল, দুপুর ২:৪০ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে মালের উদ্দেশ্য ছেড়ে আসবে। মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছাবে স্থানীয় সময় সন্ধ্যা ৬:০৫ মিনিটে।
বিমানসংস্থাটি আরও জানায় টিকেট সংগ্রহ করতে কিছু নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য। বিস্তারিত জানতে মালদ্বিভিয়ান এয়ার এর অফিসে ইমেইল যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃঃ মালদ্বীপের শীর্ষ শত ব্যবসায়ীর তালিকায় দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছে বাংলাদেশি মোক্তাকি
Email-cc@iasl.aero/MobileApp-MaldivianAero/Website-Maldivian.Aero