
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় তিন চোরকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চুরি হওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। থানার সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ দিবাগত রাতে উপজেলার মনোহরপুর উত্তর ছায়েদ আলী বেপারি বাড়ির আব্দুল মালেক মিয়ার বসতঘরে ঢুকে চোরের দল একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে ব্রাহ্মণপাড়া থানার এসআই জাহাঙ্গীর আলম এবং এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। স্থানীয় জনগণের সহযোগিতায় কংশনগর এলাকা থেকে ওই তিন চোরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ দিপু ,সাব্বির হোসেন ,রাকিব মিয়া অভিযানের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।