
মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির প্রস্তুতিকালে কুমিল্লা নগরীতে ফের ২১ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে শহরের কেটিসিসিএ লি. এর মাঠ থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম জানান, আটককৃতরা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করে। পূর্বঘোষণার ভিত্তিতে তারা মহড়া দেওয়ার জন্য সেখানে জমায়েত হয়েছিল।
আটককৃতরা হলেন— রাকিব হোসেন সামির (১৯), সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭) ও সাইমন (১৮)।
ওসি মাহিনুল ইসলাম আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ আগস্ট বিশেষ অভিযানে কুমিল্লা নগরী থেকে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ ২৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ।