
মোঃ মেহেদী হাসান জনি
বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে ফুটপাত দখল ও ভেজাল প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন।
অভিযানে বাজারের ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়কে যানজট সৃষ্টি করায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে এক হাজার টাকা এবং একটি সিএনজি অটোরিকশাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।এছাড়া ভেজালবিরোধী অভিযানে স্থানীয় নান্টু ঘোষের মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা এবং মুসলিম মিষ্টি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।
ইউএনও ও পৌর প্রশাসক তানভীর হোসেন বলেন, বাজারে জনগণের ভোগান্তি কমাতে ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের স্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।