
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচন কমিটির সভায় গৃহীত সুপারিশক্রমে এএনবিটোয়েন্টিফোর ডট নেট এর প্রকাশক সাংবাদিক মাহামুদুল হাসান কালাম এর ভাই মেহেদী হাসান দুলাল এমবিএ সাব-ইন্সপেক্টর পদে পদোন্নতির জন্য নির্বাচিত হওয়ায় মাহামুদুল তার ভাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
তিনি শুভেচ্ছা বার্তায় লিখেন আপনার এই কৃতিত্বে আমাদের পরিবার গর্বিত ও আনন্দিত।আপনার এই গৌরবময় অর্জন শুধু আমাদের পরিবারেরই নয়, বরং পুরো এলাকার জন্য এক অনন্য সম্মান।
আপনার পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্ববোধের ফলস্বরূপ এই সাফল্য প্রমাণ করে—সৎ মনোভাব ও অধ্যবসায় একদিন অবশ্যই স্বীকৃতি পায়।
মাহামুদুল আরোও লিখেন মেহেদী হাসান দুলাল এমবিএ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ২নং বাকশীমুল ইউনিয়ন কালিকাপুর গ্রামের গর্বিত সূর্য সন্তান।আপনার শিক্ষানুরাগ, সদালাপিতা ও মানবিক গুণাবলি সবসময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
মাহামুদুল এএনবিটোয়েন্টিফোর ডট নেট /