
যশোর জেলা প্রতিনিধঃ মো মানিক হোসেন
বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একুশ লক্ষ্ বাহাত্তর হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রাকার পরাতন মোবাইল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।
ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে
রবিবার ১৮ মে ২০২৫ তারিখ রাতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্সে মেজর ফারজিন ফাহিম, উপ অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), শওকত মেহেদী সেতু, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শার্শা উপজেলা এবং এসআই মামুন, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বেনাপোল রহমান প্লাজা এবং বেনাপোল বাজার কসমেটিক মার্কেটের দোকান থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনয়নকৃত ভারাতীয় ৩৭টি বিভিন্ন প্রকার মোবাইল এবং ৪০০টি প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২১,৭২,৫০০/-(একুশ লক্ষ্ বাহাত্তর হাজার পাঁচশত)টাকা।
আরও পড়ুন :যশোর কোর্ট থেকে হ্যান্ডকাফ ভেঙে হত্যা মামলার আসামি পালিয়েছে
বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি’র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন। টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হযেছে।