
মো. শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৫ মার্চ: প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আল্লাহর ওলিদের সোহবত অর্জন করা শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী।
তিনি বলেন, “বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে সৎ ও ধর্মপ্রাণ ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করা প্রয়োজন। এতে তারা সঠিক নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলী অর্জন করতে পারবে।”
তিনি আরও বলেন, আল্লাহর ওলিদের সোহবতে থেকে শিক্ষার্থীরা আত্মশুদ্ধি, চরিত্র গঠন এবং সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা পাবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে তরুণদের শুধু বইয়ের জ্ঞান নয়, বরং সৎ ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে বাস্তব জীবনের শিক্ষা গ্রহণ করতে হবে।
মইনীয়া যুব ফোরামের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রকৃত জ্ঞানের আলো লাভের জন্য কেবলমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর না করে বিজ্ঞ ও পুণ্যবান ব্যক্তিদের সংস্পর্শে আসতে হবে। তাহলেই তারা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।”
তিনি সকল শিক্ষার্থীকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আদর্শবান ব্যক্তিদের সান্নিধ্যে থাকার আহ্বান জানান।