বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া মিথ্যা মামলা থেকে জামিনে মুক্ত

নিউজ এডিটর মোহাম্মদ কালাম

বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন।

আজ রবিবার জামিনে মুক্তির পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাবেদ কাউছার সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, বুড়িচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তানজিবুর রহমান শুভ, সদস্য সচিব স্বপন আহমেদ পাখি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা তার মুক্তিকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি বিজয় হিসেবে দেখছেন এবং সরকারবিরোধী আন্দোলনে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।