
নিউজ সংগ্রহে: তারিখ: ২ মার্চ ২০২৫
মোঃশাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে ইউনুস (৪০) ও মাসুদ রানা (৩৫) কে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাইবর (৪২) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে একটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।