মাইজভাণ্ডার দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত পালিত “

শাহাজাহান বাশার এএনবিটোয়েন্টিফোর ডট নেট, স্টাফ  রিপোর্টার 

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মাইজভাণ্ডার গাউছিয়া রহমান মনজিলের (রহমানিয়া মইনীয়া মনজিল) সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.)’র ছদারতে

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বাদ এশা হতে ইবাদত–বন্দেগির মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত পালন করেন আগত আশেক ভক্তরা। তা’লিমে জিকির, মিলাদ ক্বিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। পবিত্র শবে বরাত উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.), হযরত গাউছুল আজম শাহসূফী সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী (ক.), হযরত গাউছে জামান শাহসূফী সৈয়দ আবুল বশর মাইজভান্ডারী (ক.) এবং হযরত গাউছুল ওয়ারা শাহসূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী (ক.) এঁর রওজা শরীফ সহ সকল মাজার শরীফে আলোকসজ্জা করা হয়। পবিত্র শবে বরাত কে কেন্দ্র করে রোজাদার আশেকানে মাইজভান্ডারীদের জন্য সাহরি ও ইফতারের বিশেষ আয়োজন করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম এবং গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিল কর্তৃপক্ষ।