বুড়িচংয়ে কালিকাপুর আদর্শ শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক,

 

কালিকাপুর আদর্শ শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ।

 

আজ শনিবার ( ৮ ফেব্রুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউপির কালিকাপুর গ্রামে কালিকাপুর আদর্শ শিশু নিকেতন বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় সংগীত এর মাধ্যমে  বার্ষিক  ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

 

মিজানুর রহমান এর সভাপতিত্বে, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহাবুব আলমের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকশিমুল ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান প্রবীণ মুরুব্বি জামসেদুল আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম মাস্টার।কাজী আবুল বাশার।প্রতিষ্ঠানের  সাবেক প্রধান শিক্ষক, রফিজুল ইসলাম।নজরুল ইসলাম আখন্দ।মাহবুব আলম।আব্দুল ওয়াদুদ।


প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য ও কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট , কুমিল্লায় ৩য় শ্রেণী ( নির্বাহী) কর্মচারী সমিতি ” কুকাস “এর সভাপতি মেহেদী হাসান দুলাল। এডভোকেট কামাল হোসেন, রেজাউল করিম।সহ অন্যান্য সদস্য বৃন্দ।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্য, গান, নাটক, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করে।

এতে আরো উপস্থিত ছিলেন,  স্কুলের শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী।

 

এএনবি টুয়েন্টিফোর ডটনেট/মাহামুদুল