
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আজ বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
রাজধানী মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিস এর সহযোগিতায় এই আয়োজনে মিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ৫০ জন প্রবাসী বাংলাদেশী নাগরিক রক্তদান করেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ।
তিনি উল্লেখ করেন এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে । এই উদ্যোগে অংশগ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন ও মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও উপহার বিতরণ করা হয়।