
প্রবাসে সাংবাদিকতার মূল প্রতিবন্ধকতা হলো- একজন প্রবাসী সাংবাদিকের নিজের কিছু অক্ষমতা, যা কি না সমাজে বা কমিউনিটিতে প্রকাশিত হয়ে সাংবাদিকতা পেশাটি হুমকির মধ্যে পড়ে। প্রবাসে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়াটা অর্থনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জ।
নিজেদের মধ্যে অনৈক্য, নৈতিক মূল্যবোধের অভাব, আর্থিক সমস্যা, সাংগঠনিক পদের লোভ, ব্যক্তিগত তিক্ত সম্পর্ক, ভাষাগত সমস্যার কারণে মূলধারার সংবাদ সংগ্রহ করতে না পারা, কমিউনিটির বিভাজন, দল ও ব্যক্তি তোষামোদি’ প্রবাসে সাংবাদিকতার মূল প্রতিবন্ধকতা , প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করতে হলে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পরস্পরের প্রতি হিংসাত্মক মনোভাব পরিহার করে একে অপরের প্রতি সহযোগিতা ও আন্তরিকতা বাড়াতে হবে।
প্রশিক্ষণের মাধ্যমে সংবাদ তৈরি এবং পরিবেশনের দক্ষতা বাড়াতে হবে। মালদ্বিভিয়ান দ্বিভায়ী ভাষা শিক্ষার ওপর জোর দিতে হবে, যাতে করে মালদ্বীপের মূলধারার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশি সাংবাদিকদের সংযোগ হয়। এতে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা দেশের গণমাধ্যম ছাড়াও মালদ্বীপের গণমাধ্যমে তুলে ধরা যাবে।