দুইপ্রীতি ম্যাচের প্রথমটিতে মালদ্বীপের কাছে হার বেদনাদায়ক, বললেন বাংলাদেশ কোচ

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ বললেন, ‘মালদ্বীপের কাছে হারকে বলব বেদনাদায়ক। আমরা অসংখ্য সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারিনি। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত।

 

এ হারের ফলে এশিয়ান কাপ আমাদের জন্য কিছুটা কঠিন হয়ে গেল। সেখানে নানাবিধ হিসাবের ব্যাপার রয়েছে।’মালদ্বীপের কাছে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। দুর্দান্ত খেলার মাঝে অসংখ্য সুযোগ আসলেও কাজে লাগাতে পারেননি তপুরা। অবশ্য বাংলাদেশের লড়াকু মানসিকতার জন্য খুশি হয়েছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।

 

মালদ্বীপের বিপক্ষে শুরু থেকে ভালো খেলছিল বাংলাদেশ। জামাল ভূঁইয়া, তারিক কাজীদের অনুপস্থিতিতে মিডফিল্ডে ভুগতে দেখা গেছে। রাইট উইংয়ে ফরোয়ার্ড রাকিব আহমেদকে দুর্দান্ত খেলতে দেখা গেলেও তার বল গন্তব্যে নিতে পারেননি কোনো স্ট্রাইকার।

 

পরে মেয়েদের সাথে ছেলেদের তুলনার প্রশ্নে স্প্যানিশ কোচ ক্যাবরেরা বললেন, ‘মেয়েদের সাফল্যের জন্য আমি গর্বিত। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ মেয়েদের প্রতিটি ম্যাচ আমি দেখেছি, তারা অসাধারণ খেলেছিল। ছেলেরাও ঠিকঠাক খেলেছে, কিন্তু তারা জালের দেখা পায়নি।’

মালদ্বীপের বিপক্ষে পরের ম্যাচ ১৬ নভেম্বর। বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হবে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।