মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালাগ্রামে মাছ চুরির সন্দেহে আনোয়ার হোসেন নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত জেলে আনোয়ার হোসেন উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
নিহত আনোয়ারের ভাই নূর মোহাম্মদ গণমাধ্যম কে জানান,আমার বড় ভাই একজন জেলে মাছ শিকার করে তার পরিবার এর জন্য জীবিকা নির্বাহ করে। গত বুধবার মধ্যে রাতে আমাদের পাশাপাশি জামতলী ( ডুবায়) মাছ শিকার করতে গেলে আমার ভাইকে মাছ চুরির সন্দেহে জামতলী গ্রামের আরু মিয়ার ছেলে আলাউদ্দিন তার ভাই নিজাম ও সালাউদ্দিন জোরপূর্বক আমার ভাইকে তাদের বাড়িতে নিয়ে আরু মিয়াসহ আরো তিন চারজন মিলে আমার ভাইকে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমার ভাই কোন রকম ভাবে তাদের বাড়ি থেকে দৌড়ে এসে আমাদের বাড়িতে অজ্ঞান হয়ে যায়। পরে আমার ভাই কে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমার ভাইয়ের অবস্থা দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন ।
আমরা তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবারে কুমেক হাসপাতালে নিয়ে ভর্তি করাই। চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই শনিবার মধ্যরাতে মারা যায়।
এলাকাবাসী ও আরু মিয়ার ছেলেরা আমাদের উপর জোর প্রয়োগ করে স্থানীয়ভাবে সমাধান করে দিবে বলে একদিন আমার ভাইয়ের লাশ আমাদের বাড়িতে ফেলে রাখে। পরবর্তীতে আমরা হত্যার বিচার মানি না বলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানার এস আই শিশির ঘোষ এসে আমার ভাইয়ের শোরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার তদন্তকারী অফিসার এস আই শিশির ঘোষ বলেন, আমি নিহত আনোয়ারার লাশ উদ্ধার করে রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করি। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপাপ্ত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি গতকাল উপজেলার ভাল্লক একটা হত্যার বিষয়ে তদন্তাধীন অবস্থায় রয়েছি আমি বিষয়টা তদন্তকারী অফিসার এর সাথে জেনে আপনাদের জানাবো।