কুমিল্লা বুড়িচংয়ে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা।

 

কুয়াশায় ঢাকা কুমিল্লা বুড়িচং উপজেলা কালিকাপুর গ্রাম ছবি দেখে পুরাদস্তুর শীতকাল মনে হলেও দেশে এখনো পুরোপুরি শীত আসেনি। চলছে কার্তিক মাস এখনো পুরোপুরি শীত আসেনি এই সময় অনেক শীতথাকার কথা।

 

ঘন কুয়াশা শীতের আগমনী বার্তা দিচ্ছে দেশের উত্তরের সহ অন্যান্য জেলা গুলোতে ।

সবুজ ধানের ডগায় শিশির বিন্দু ঝরছে। ভোরের আলোয় চকচক করছে শিশির বিন্দু। সেই শিশির ঝরা ঘাস মাড়িয়ে চাষিদের যেতে দেখা যায় আমনের সবুজ ক্ষেতে।

রবিবার (২০ অক্টোবর ) ভোরে দেশের সীমান্তবর্তী বুড়িচং উপজেলা কালিকাপুর, বাকশিমূল, ছিনাইয়া,কোদালিয়াস সহ বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে।ভোর থেকে কুমিল্লা বুড়িচং উপজেলা সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ঘন কুয়াশায় আচ্ছন্ন। ভোর ৬টায় জেলার সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

 

হিমালয়ের প্রবহমান হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদর ঢেকে যাওয়ায় দেখা মিলছে দোরগোড়ায় শীত।

 

 

আবহাওয়াবিদদের মতে, আশ্বিন মাসে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে শীত নেমে এলে ঠান্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমি বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না, তখন হালকা ধরনের শীত পড়বে।

 

সকালে স্থানীয় , মাহামুদুল, সাইদুর রহমান মিন্টু ও মাওলানা ইসরাফিল হোসেন জানান, ভোর থেকেই ঘন কুয়াশা দেখতেছি। তবে শীত নেই। মনে হচ্ছে শীত এবার তাড়াতাড়ি নামবে। গত কয়েক দিনের বেলায় খুবই গরমপরেছে।