সূচিসহ ১৭৯ জনের নামে মামলা

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ও হত্যাচেষ্টার অভিযোগে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচিসহ ১৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফ ভূইয়া বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

 

মামলায় তাহসিন বাহার সূচি ছাড়ার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা পরিষদের সাবেক মেয়র আমিনুল ইসলাম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাবেক প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদীকেও আসামি করা হয়েছে।

তাহসিন বাহার সূচি

কুমিল্লা কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা শিবেন বিশ^াস বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী কুমিল্লা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফ ভূইয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা। তিনি উপজেলার কৈবলা গ্রামের মোঃ তপন ভূইয়ার পুত্র। গত ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদর উপজেলার টমছমব্রিজ মসজিদের পূর্বপাশেসহ মসজিদের আশপাশে ছাত্র-জনতা মিছিলে হামলার অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি।

মামলার আসামিরা হলেন-
০১) তাহসীন বাহার সূচনা (৪০), পিতাঃ হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সাং- ৪০১ মনোহরপুর (মুন্সেফ বাড়ি) ০২ ) আতিক উল্লাহ খোকন (৬০), মহানগর আওয়ামীলীগ সেক্রেটারী, পিতাঃ মৃতঃ নূরুল ইসলাম, সাং- ঝাউতলা, ০৩) আমিনুল ইসলাম টুটুল (অস্ত্রধারী) (৫৪), পিতাঃ রফিকুল ইসলাম, ঠিকানা: ধর্মপুর, ০৪) আব্দুল আজিজ সিহানুক (৩৭), সাবেক ছাত্রলীগ আহবায়ক, পিতাঃ মৃতঃ হেলাল উদ্দিন, সাং- মুন্সেফ বাড়ী, মসজিদের পশ্চিমে, ০৫) ইমতিয়াজ মাহমুদ পিয়াস (২৯), পিতা : আনিসুর রহমান, গ্রাম: গবিন্দপুর,কাজি বাড়ি, পশ্চিম পাড়া, ০৬ ) বিশ্বজিৎ বল বসু (৫২), পিতাঃ মৃত: রনজিৎ বল বসু, সাং- গাংচর, পানপট্টি, ০৭) মো: জহিরুল ইসলাম রিন্টু (অস্ত্রধারী) (৪৫), স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, পিতাঃ মৃত সিরাজুল ইসলাম, ঠিকানাঃ ইসলামপুর রোড, ০৮) হাবিবুর রহমান আল আমিন সাদী (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ বকু মিয়া, ঠিকানাঃ ১১ নং ওয়ার্ড কাউন্সিলর, ৯) সালেহ আহমেদ রাসেল (অস্ত্রধারী) (৪৫), যুব ক্রিড়া সম্পাদক, পিতাঃ মৃতঃ সেকান্দার আলী মাষ্টার, ঠিকানাঃ সাং- জামিরা, থানা: লালমাই, বর্তমান সাং- ঠাকুরপাড়া (আলিফ টাওয়ার, মদিনা মসজিদ), ১০) জহির কামাল (৫২) (মুরগী জহির) (অস্ত্রধারী), পিতাঃ মৃতঃ আলী নওয়াব মিয়া, সাং- দক্ষিণ ঠাকুর পাড়া, ৮নং ওয়ার্ড, ১১) আবুল হোসেন ছোটন (৪১), পিতা: আবুল কাশেম, সাং- বিষ্ণুপুর মৌলভী পাড়া ১নংওয়ার্ড, ১২ ) মুফাসসির হোসেন রবিন (৪০), পিতাঃ শানু মিয়া, সাং- বিষ্ণুপুর মধ্যমপাড়া, ১৩) অভি (৩৫), পিতাঃ ইট কামাল, সাং- বিষ্ণুপুর মধ্যমপাড়া, ১৪) আমজাদ হোসেন পাভেল ওরফে মাওরা পাভেল (৪০), (অস্ত্রধারী), পিতাঃ বাবুল মিয়া, সাং- চানপুর, ১৫) নূর মুহম্মদ সোহেল (৩৫) ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মহানগর, পিতা: অজ্ঞাত, সাং-অজ্ঞাত, ১৬) জিয়াউল হাসান চৌধুরী সোহাগ (৪০), পিতাঃ মো: শাহজাহান চৌধুরী, গাংচরানল, ১২. থানাঃ বুড়িচং, বর্তমানে, গোমতী রিভারভিউ, কাপ্তানবাজার, ১৭) সোহেল রানা, পিতা:মৃত মমতাজ উদ্দিন, মাতা: রোকেয়া বেগম, জন্ম তারিখ: ১৭/০২/১৯৮৫, এন,আই,ডি: ৫৯৫৬৫৪০০৬৫, গ্রাম: দক্ষিন রামপুর, ডাকঘর:আহমদ নগর, উপজেলা: কুমিল্লা সদর দক্ষিন, জেলা: কুমিল্লা ০১৮২৭৫৬৭০৬৮, ১৮) এ এম এম মহিন (৪২), পিতাঃ আব্দুর রশিদ, সাং- খয়রাবাদ (গঙ্গামন্ডল), থানা: দেবিদ্বার, বর্তমানে, আনোয়ার হাউজিং, শাসনগাছা, ১৯) মোঃ খোরশেদ আলম (৫৫), পিতাঃ মোঃ আব্দুল খালেক, সাং- শান্তিমহল, গর্জনখোলা, ২০) রফিকুল ইসলাম হিরা (৫৫), পিতাঃ মৃতঃ মোঃ আনু মিয়া, সাং- উত্তর লাকসাম, থানা: লাকসাম, বর্তমানে, জি-৭ কসবা হাইজ, রাণীর দিঘী উত্তর পাড়, ২১) জামাল (৩৫) (অস্ত্রধারী) পিতা- অজ্ঞাত, সাং-দক্ষিন চর্থা (হাফেজ বাড়ির ভাড়াটিয়া), ২২) ভুট্টু (৫০), (অর্থ ও অস্ত্র যোগানদাতা), পিতাঃ মত সুলতান মিয়া, সাং-দক্ষিণ চর্থা, ২৩ ) সানি (২৮) (অস্ত্রধারী), পিতা- সিরাজ মিয়া, সাং- দক্ষিন চর্থা (কালু মিয়া মসজিদের উল্টা দিকে পীর বাড়ী), ২৪) মাহাবুব আলম (অস্ত্রধারী) (৫০), পিতাঃ মৃতঃ রতন মিয়া, সাং- উজির দিঘির পাড়, ২৫) সরকার মাহমুদ জাবেদ (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ মৃতঃ এড. আব্দুর রউফ, ঠিকানাঃ ৩নং ওয়ার্ড কাউন্সিলর, ২৬) গোলাম সারওয়ার শিপন (৪৫) (অস্ত্রধারী), পিতাঃ শাহীন মিয়া, ঠিকানাঃ ২নং ওয়ার্ড কাউন্সিলর, ২৭) সৈয়দ রায়হান (৪৫) (অস্ত্রধারী), পিতা: আবির আহমেদ ফটু ঠিকানাঃ মোগলটুলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর, ২৮) আবুল হাসান (অস্ত্রধারী) (৪৫), পিতাঃ আনু মিয়া, ঠিকানাঃ কাউন্সিলর সদর ২৭ ওয়ার্ড কুমিল্লা মহানগর, কুমিল্লা সিটি কর্পোরেশন, ২৯) শাহ আলম (অস্ত্রধারী) (৪০), পিতাঃ মৃতঃ ছিদ্দিকুর রহমান, ঠিকানা-অজ্ঞাত, ৩০) আশিকুর রহমান শিমুল(অস্ত্রধারী)(৪৮), পিতাঃ মৃতঃ শফিকুর রহমান, উভয় সাং- দৌলতপুর কোনাবাড়ি, ৩১) মতিউর রহমান (অস্ত্রধারী) (৩৫), পিতাঃ মৃতঃ শফিকুর রহমান, সাং- দৌলতপুর কোনাবাড়ি, ৩২) মাহিন (অস্ত্রধারী) (৪৮)- পিতা: মৃতঃ খোকন মিয়া, দৌলতপুর, পূর্বপাড়া (ডাক্তারবাড়ি), ৩৩) জিয়াউল হাসান মাহমুদ (অগ্রধারী)(৫৬), পিতাঃ খোরশেদ আলম রেনু, দৌলতপুর (পূর্বপাড়া), ৩৪ ) সোহেল (অস্ত্রধারী)(৩৫), পিতাঃ ইয়াসিন মিয়া, ঠিকানা- অজ্ঞাত, ৩৫) কাজী এমদাদ (অস্ত্রধারী) (৩২),পিতাঃ নুরুল ইসলাম, সাং- মাটিয়ারা, থানা-সদর দক্ষিণ,৩৬) মনির (অস্ত্রধারী)(৩৭), পিতাঃ মৃতঃ খোকন মিয়া, সাং- দৌলতপুর, ৩৭) জহিরুল ইসলাম (৪৩), পিতা-মৃত আব্দুল বারেক, সাং-ধর্মপুর, কলেজ মোড়, ৩৮) ফখরুল ইসলাম রুবেল (৪০), পিতা-মৃত আব্দুল বারেক, সাং-ধর্মপুর, কলেজ মোড়, ৩৯) মোশারফ হোসেন(মজুমদার) মুন (২৬), (সাধারন সম্পাদক, ছাত্রলীগ), পিতা আদম আলী, সাং-মধ্যম আশ্রাফপুর, খানা-সদর দক্ষিণ, ৪০) রেজাউল করিম রাজন মেম্বার (৫০), পিতা- অজ্ঞাত, সাং দৌলতপুর, ৩নং দূর্গাপুর ৩নং ওয়াড, খানা- কোতয়ালী মডেল, ৪১) চিত্ত রঞ্জন ভৌমিক(৫৫), পিতা- গোপাল কৃষ্ণ ভৌমিক, সাং- রামঘাটলা, কান্দিরপাড়, ৪২) সেলিম(৫৮), পিতাঃ আলী আহমেদ,বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, লাকসাম, ৪৩) অণু(৪৭), পিতাঃ হোসেন ড্রাইভার, দৌলতপুর, কোনাবাড়ি, ৪৪ ) সজিব(৪৫), পিতাঃ রফিক ড্রাইন্ডার, দৌলতপুর, দস্তুরিবাড়ি, ৪৫) মোহাম্মদ (৫৮), পিতাঃ মৃত বাচ্চু মিয়া, সাং-বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, ৪৬) আবদুল কাদির(৬২), পিতা: আবু তাহের,বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, ৪৭ ) শরীফ (৫০) পিতাঃ মনু মিয়া,বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, সর্বখানা : লাকসাম, ৪৮ ) শাহিনুল ইসলাম শাহীন (৪৭), যুগ্ম-সাধারণ সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ৪৯) শাখায়াত (৫৫) পিতা: মোস্তফা, বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, লাকসাম, ৫০) মোজাহার উদ্দিন প্র: সেন্টু (৬০), পিতা:মৃত বাচ্চু মিয়া, সাং- দক্ষিণ চর্থা, ৫১) জহিরুল কামাল (৫২), প্রচার ও প্রকাশনা সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ঠিকানা-অজ্ঞাত, ৫২) মোখলেসুর রহমান (৫৭) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ,ঠিকানা-অজ্ঞাত, ৫৩) মো: সুমন মিয়া মেম্বার (৩৬), পিতা-আলী আশরাফ, সাং-দক্ষিণ তেতাভূমি, থানা- ব্রাহ্মণপাড়া, ৫৪) ওবায়েদুর রহমান (৫৩), পিতাঃ আবুল বাসার, সাং-বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, লাকসাম, ৫৫) মনছুর আহমেদ মুন্সী(৫০),পিতা: মৃত মালেক মিয়া, গ্রাম : রাজঘাট ৫ নং ওয়ার্ড, লাকসাম পৌরসভা, ৫৬) মহব্বত আলী(৪৫), পিতা : আবদুল আজিজ, গ্রাম: পাইকপাড়া, ২নং ওয়ার্ড, লাকসাম পৌরসভা, ৫৭) শাহ আলম (৪৪), পিতা : আবদুর রহিম,গ্রাম: তাঁতীপাড়া,লাকসাম পূর্ব ইউনিয়ন,খানা: লাকসাম, ৫৮) জমির উদ্দিন খান জম্পি (৫২) (কাউন্সিলর ১নং ওয়ার্ড), পিতা- অজ্ঞাত, সাং- বাগিচাগাও, থানা- কোতয়ালী মডেল, ৫৯ ) নিজাম উদ্দিন শামীম(৪৭), পিতা: এ কে এম ফজলুল হক, গ্রাম : মোহাম্মদপুর, পোস্ট : গাজীমুড়া, লাকসাম, ৬০) মো: ওমর ফারুক (৪২), পিতা: নূরুল ইসলাম, গ্রাম: ইরুয়া, পোস্ট: আউশপাড়া, লাকসাম, ৬১) জাকির হোসেন (৪৫), পিতার নাম: ইউসুফ আলী, গ্রাম: বার পাড়া, পোস্ট অফিস ाর ইউय : নাগপুর খানা কোতয়ালী মডেল, ৬২) মারি ইসলাম (৫২), পিতা: মৃত আনু মিয়া, গ্রাম: উত্তর লাকসাম, ৪নং ওয়ার্ড, লাকসাম উপজেলা, ৬৩) শহিদুল ইসলাম শাহীন (৫০), পিতা:- মৃত- মহরম আলী, গ্রাম: নগরীপাড়া, ২নং মোদাফফরগঞ্জ, থানা: লাকসাম, ৬৪) কবিরুল ইসলাম শিকদার (৫৪) ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ৬৫) মাষ্টার নূরুন্নবী (৫০), পিতা: অজ্ঞাত, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, ৬৬) কাজী রফিকুল হোসেন বাবুল (৩৬), পিতাঃ কাজী নুরুল হোসেন, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, ৬৭) সামদানি (৩৮), পিতাঃ অজ্ঞাত, সাং- মদিনা মসজিদ, ৬৮) সাইফুর রহমান (৪২), পিতাঃ মুনশী, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, ৬৯) রিফাত (৩৩), পিতাঃ মৃতঃ কাশেম মিয়া, সাং-দৌলতপুর, গাজিবাড়ি, ৭০) শরিফ(৩২), পিতাঃ জামাল মিয়া, সাং-দৌলতপুর, কোনাবাড়ি, ৭১ ) সজিব (২৯), পিতাঃ রফিক ড্রাইভার, দৌলতপুর, দস্তুরিবাড়ি, ৭২) সুজন (৩২), পিতাঃ মৃত: আবদুল জলিল, সাং-দৌলতপুর, কোনাবাড়ি, ৭৩) রাব্বি(৩৫), পিতাঃ ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, দৌলতপুর, দস্তুরিবাড়ি, ৭৪ ) মো: আল আমিন অপু (৩২), পিতাঃ মোঃ হোসেন, সাং- দৌলতপুর, ৭৫ ) মো: আনোয়ারুল হাসান থান(৪৫), পিতাঃ আঃ মতিন খান, গোবিন্দপুর, ৭৬) গোলাম হায়দার রনি(৫৪), পিতাঃ মৃত: আবদুর রাজ্জাক, সাং-দৌলতপুর, ৭৭) কামরুল হাসান(৩৮), পিতাঃ আরমান হোসেন, সাং- চানপুর, ৭৮ ) শাহাদাত হোসেন(৪৫), পিতাঃ অজ্ঞাত, সাং- চানপুর, ৭৯ ) আল-আমিন (৫৬) পিতা : ইদু মিয়া, সংরাইশ ১৬ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন, কুমিল্লা, ৮০) বাবুল মিয়া (৫০)(ট্রাক্টর বাবুল), পিতা : মৃত সরাফত আলী, সাং-জগন্নাথপুর, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন, কুমিল্লা, ৮১) ফারুক মিয়া (৫৫) পিতা: মৃত সেলিম মিয়া, সাং-জগন্নাথপুর,৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৮২ ) জনি মিয়া (৫১) পিতা : মৃত পেট কাটা থলিল, জগন্নাথপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৮৩) জলিল খন্দকার (গুছা জলিল) ( ৩৬), পিতা : আরবের রহমান, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন, জগন্নাথপুর, ৮৪) রিয়াজ মিয়া (৩০), পিতা : আলম মিয়া, জগন্নাথপুর, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন, কোতোয়ালি, ৮৫) কালা মিয়া (ডক কালু) (২৬), পিতা : মৃত মফিজ মিয়া, থামার কৃষ্ণপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৮৬) হাসান মিয়া (২১), পিতা : আনোয়ার হোসেন, জগন্নাথপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৮৭) হোসেন(৩৫), পিতা: কোরবান আলী, গ্রাম: কৈত্রা, পোস্ট : উত্তর গাজীপুর, থানা: লাকসাম, ৮৮) শহিদ মিয়া (২০),পিতা : ওহিদ মিয়া, থামার কৃষ্ণপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ৮৯) জাহাঙ্গীর খন্দকার (৩৭),পিতা : সাহাজান খন্দকার, জগন্নাথপুর ইউনিয়ন,জগন্নাথপুর, ৯০) মো: পাবেল(২২),পিতা: মৃত লতিফ মিয়া, সাং সংরাইশ ১৬ নং ওয়ার্ড,কুমিল্লা সিটি কর্পোরেশন, ৯১) মো: শাহীন মিয়া(৩২), পিতা: শাহালম মিয়া, সাং- জগ্ননাথপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, ১২) ইউছুফ মিয়া (৩০) পিতা: মৃত আক্কাছ মিয়া, সাং-জগন্নাথপুর, ৯৩) মোহাম্মদ আলী (৪৮), পিতা-ছেরাজল হক, গ্রাম-আসরা, পো:উত্তর গাজীপুর, ১নং বাকই দক্ষিণ ইউনিয়ন, লাকসাম, ৯৪ ) রবিউল আলম বনি(৪২), পিতা মৃত: খোকন মিয়া, সাং : দক্ষিণ চর্থা, ১৩ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি করপোরেশনের, ৯৫) সহিদুল ইসলাম দিলিপ(৪০) পিতা : মালেক মিয়া, সাং : দক্ষিণ চর্থা, ১৩ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি করপোরেশনের, ১৬) আব্দুল কাইয়ুম(১৯),পিতা: শাহ-জালাল, গ্রাম: গাংচর ফেনাপুকুরিয়া, থানা: দেবিদ্বার, ৯৭) জাকির হোসেন (ওরফে তুতলা জাকির)(৩৫),পিতা: মৃত খোরশেদ আলম, গ্রাম: গান্দ্রা ভাবনার পার,খানা: মুরাদনগর, ১৮) নূরুল ইসলাম (৪৬), পিতা-ছেরাজল হক, গ্রাম-আসরা, পো:উত্তর গাজীপুর, ১ নং বাকই দক্ষিণ ইউনিয়ন, লাকসাম, ৯৯) মাহাবুব হাসান রিংকু (৩৫), পিতা: আনিসুর রহমান, গ্রাম:গাংচর ফেনাপুকুরিয়া, থানা: দেবিদ্বার, ১০০) আজিম (৪২), পিতা: মৃত খোরশেদ আলম, সাং- বারপাড়া, পোঃ চাপাপুর, থানা-কোতয়ালী মডেল, ১০১) পাভেল (৪৫), পিতা-কবির উদ্দিন, সাং-দক্ষিণ চর্থা, ১০২) তাহসিফ রেজা আকাশ(৩৭), পিতা-আবু সাঈদ, সাং-রেইসকোর্স, ১০৩) আল আমিন (২৫), পিতা-রফিকুল ইসলাম, গ্রাম-দক্ষিণ চর্থা (শিরাপুকুরপাড়, বেন্ডার বাড়ী), ১০৪) হাসান (৫৫), পিতা-আরমান হাসান, সাং-শুভপুর (চানপুর), ১০৫) মাহিন আহম্মেদ(৪৯), পিতা-আব্দুর রজ্জাক, সাং-কাস্তান বাজার, ১০৬) ইসতিয়াক (৪৫),পিতা-কবির হোসেন, সাং-দক্ষিন চর্থা, ১০৭) আপন(৪৫), পিতা-জাকির হোসেন, সাং-নূরপুর চৌমুহুনী, ১০৮) নবির দত্ব(৫৭), পিতা-ভূদিপ দত্ব প্রকাশ বাপ্পি, সাং-মনোহরপুর, ১০৯) মহি উদ্দিন ফয়সাল মাহি (৫৮), পিতা, আব্দুল মতিন, সাং শ্রীপুর বড় বাড়ী, ওয়াড ৩, থানা চৌদ্দগ্রাম, ১১০) নাসির উদ্দিন নাজিম (৫৮), কাউন্সিলর ৪নং ওয়াড কাপ্তান বাজার, থানা: কোতয়ালী, ১১১ ) গোলাম সিদ্দিকী পলিন (৪৫), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার, ১১২) শাহরিয়ার রিপন (৪৫), পিতা- আব্দুল মান্নান, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার ১১৩) আসাদ হোসেন রাসেল (৪২), পিতা- আইয়ুব আলী, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার, ১১৪) কামাল উদ্দিন ভেন্ডার মেম্বার (৫৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-রত্নবর্তী (বড় বাড়ী), ১১৫) আনোয়ার হোসেন মিঠু (৪২), পিতা- মৃত আমির হোসেন, সাং- মোগলটুলী, ১১৬) আসাদ হোসেন অভি (৫৫), পিতা-মৃত মহিউদ্দিন, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার, ১১৭) কাজী সোহেল হায়দার (৫৬) (মহানগর কৃষকলীগ সাধারন সম্পাদক), পিতা মৃত জুলফিকার হায়দার, সাং- ধর্মসাগরপাড়, ১১৮) মো: মাহিন আহম্মেদ (২৫), পিতা মৃত আব্দুর রাজ্জাক সাং- ৪নং ওয়াড কাপ্তান বাজার, ১১৯) বাবু (৩৭), পিতা-মনিরুল ইসলাম, সাং-ডুমিরিয়া, চানপুর, ১২০) ফয়সাল, পিতা আনার মিয়া, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার, ১২১) মোঃ রিয়াদ (৩৫), পিতা: আবু ফয়েজ, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার, ১২২ ) কামরুল হাসান ঈদন মেম্বার (৫০), পিতা আবদুর রহমান, সাং পূর্ব কালিকাপুর (পাচখুবী), ১২৩) বোরহান উদ্দিন (৪৫), পিতা- মৃত শহিদুল ইসলাম চৌধুরী, সাং দোবানিয়া মসজিদের পাশে, ১২৪) বাপ্পি খন্দকার (যুবলীগ নেতা)(৫৮), পিতা- অজ্ঞাত, সাং চানপুর, ১২৫) সোহান চৌধুরী(৫৫), পিতা- সেলিম চৌধুরী, সাং কিছমত চানপুর, ১২৬ ) মো: আবুল খায়ের, পিতা- মৃত শফিকুল ইসলাম (ডাক নাম শফিক মিয়া), মাতা- মৃত মোসা: খালেদা বেগম, গ্রাম: পশ্চিম মাঝিগাছা, ইউনিয়ন: ৫ নং পাঁচখুবী, খানা: কোতয়ালী মডেল, ১২৭) আনোয়ার হোসেন কাউন্সিলার (৫৫), পিতা-মৃত হামিদ আলী, সাং-দিশাবন্দ, ২০নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিন, ১২৮ ) আবদুস ছাত্তার কাউন্সিলর (৫০), পিতা-মৃত মন্ত্র মিয়া, সাং- গোয়ালমভন, ২৬নং ওয়ার্ড, খানা-সদর দক্ষিন, ১২৯ ) মোহাম্মদ মাওলা (৬০), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া, ১৩০) আবদুল হালিম, পিতা-আঃ মালেক, সাং-কচুয়া (২২নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন, ১৩১ ) মো: জাফর আহাঃ শিপন, পিতা-ফজল হক, গ্রাম-দ: বিজয়পুর (রাঙ্গামুড়া), থানা-সদর দক্ষিন, ১৩২) মোঃ শামীম (৬৮), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া, ১৩৩ ) দুলাল হোসেন অপু (৩২), পিতা-আব্দুস সাত্তার, সাং-শ্রীমন্তপুর, থানা-সদর দক্ষিন, ১৩৪ ) মো: হাসান (৩০), পিতা-তানজির আহাম্মদ, সাং-মুন্সিবাড়ী মোস্তফাপুর, (গোপিনাথপুর), থানা-সদর দক্ষিন, ১৩৫) মো: শাখাওয়াত হোসেন (৪০), পিতা-নজির আহা, সাং-শ্রীবল্লভপুর (সওদাগর বাড়ী), থানা-সদর দক্ষিন, ১৩৬ ) মোঃ খোরশেদ আলম (৪৫), পিতা মৃত আক্তারুজ্জামান সাং- দঃ গোপালনগর, খানা-সদর দক্ষিন, ১৩৭) মো: মাইনুল ইসলাম, পিতা- মৃত আমিনুল ইসলাম, সাং-শ্রীবল্লভপুর (হাজীবাড়ী, ২২নং ওয়ার্ড), খানা-সদর দক্ষিন, ১৩৮) আমির হোসেন ছিদ্দিক (৪২), পিতা মৃত গফুর মিয়া, সাং-দৌয়ারা, থানা-সদর দক্ষিন, ১৩৯) আকার হোসেন (৪০), পিতা- মোহাম্মদ আলী, সাং-মধ্যম আশ্রাফুর (মাজারের কাছে), থানা-সদর দক্ষিণ, ১৪০) মো: রাসেল হাসান (২৭), পিতা-বাবুল মিয়া, সাং- শ্রীমান্তপুর (২২নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিণ, ১৪১ ) মো:ফাহিম কবির(২০) (অস্ত্রধারী), পিতাঃ মোঃ হুমায়ুন কবির (সাবেক মেম্বার)ও ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাং বারচ্ছন্না (হুমায়ুন মেম্বারের বাড়ী), দূর্গাপুর, ১৪২) রবিন হোসেন (২৭), পিতা-মৃত আঃ কাদের, সাং-শ্রীমন্তপুর, খানা-সদর দক্ষিণ, ১৪৩) আল আমিন (২৩), পিতা- জসীম উদ্দিন, সাং-শ্রীমন্তপুর, থানা- সদর দক্ষিণ, ১৪৪ ) সুমন দাস, পিতা-যোগেশ চন্দ দাস, সাং-শ্রীমন্তপুর, খানা-সদর দক্ষিণ, ১৪৫) রাফি হোসেন (২৪), পিতা-ইসহাক মাষ্টার, সাং-শ্রীমন্তপুর, খানা-সদর দক্ষিণ, ১৪৬ ) মো: আবুল খায়ের (৪২)( অস্ত্রবাজ), পিতা: মৃত আবুল হাসেম, সাং: সীমাইলখাড়া, বুড়িচং, বর্তমান ঠিকানা: বারচ্ছনা, দুর্গাপুর, ১৪৭ ) মো: শাহাদাৎ হোসেন (৩৫), পিতা-মৃত আঃ বারেক, সাং-বল্লভপুর (২৬নং ওয়ার্ড), খানা-সদর দক্ষিণ, ১৪৮) মাহাবুল হক রানা (৩৫), পিতা বাবুল মিয়া, সাং-মোহম্মদপুর, পো: বাজার চৌয়ারা, খানা-সদর দক্ষিন, ১৪৯ ) মো: নাজমুল হাসান শামীম, পিতা-মৃত আঃ হালিম, সাং-জাঙ্গালীয়া, ২১ নং ওয়ার্ড, খানা-সদর দক্ষিন, ১৫০) হালিম (৫৫), পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া, ২০নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিণ, ১৫১) মোঃ গিয়াস উদ্দিন রুবেল (৩২) (অস্ত্রধারী ও যোগানদাতা),পিতা: মোঃ মফিজুল ইসলাম (কাস্টমস ড্রাইভার), সাং: (দেওয়ানবাগী খানকার পাশে বাড়ী), দূর্গাপুর, ১৫২ ) জালাল (৩৪), পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া, ২০ নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিণ, ১৫৩) আলম মোস্তফা (৫০), পিতা-মৃত আলী আক্কাস, সাং-দিশাবন (দক্ষিণপাড়া ২০নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন, ১৫৪) হারুন মাষ্টার, পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া ২০নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন, ১৫৫) নাহিদ (২৮), পিতা- সিদ্দিকুর রহমান, গ্রাম-আড়াইউড়া (পূর্বপাড়া, বিদ্যাসগর রোড মোল্লাবাড়ি), ১৫৬) সোহেল রানা ভূঁইয়া পিতা: অজ্ঞাত, সাং-জগন্নাথপুর, ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের, যুবলীগের সভাপতি, সাবেক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি, ১৫৭) নাসির, পিতা-আবু তাহের, সাং-নন্দনপুর, থানা-কোতয়ালী মডেল, ১৫৮) বাদল, সিতা শাহজাহান, সাং-চান্দিনা, থানা-চান্দিনা, ১৫৯) ফারুক, পিতা মৃত আবদুস সাত্তার, গ্রাম-শিমপুর, ১৬০) তানভির (২৫), পিতা-জাকির হোসেন, সাং-বাতাবাড়িয়া, থানা-সদর দক্ষিন, ১৬১) মো: মালেক (৫৫), পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- আড়াইওরা (মধ্যপাড়া ভূইয়া বাড়ি), খানা-কোতয়ালী মডেল, ১৬২) আসলাম মেম্বার (৪০), পিতা- আসকর খান, সাং- আড়াইওরা (থান পাড়া), ১৬৩) মোঃ ফিরোজ মিয়া (৬০), পিতা-আড়াইওরা (পশ্চিম পাড়া, চেয়ারম্যান বাড়ী সংলগ্ন), ১৬৪ ) তোফায়েল (৪৩) (অস্ত্র), পিতা মৃত সুরুজ মিয়া, কালিয়াজুরী, উত্তর বড় বাড়ী, শিল বাড়ী রোড, ১৬৫) জাকির হোসেন(৪৫), পিতার নাম: ইউসুফ আলী, গ্রাম: বার পাড়া, পোস্ট অফিস : চাপাপুর ইউনিয়ন :জগ্ননাথপুর, ১৬৬) কামাল (৫২), পিতা-মৃত আলী মিয়া, সাং-কালিয়াজুড়ী, হাফেজ গলি রোড, ১৬৭) রাহাদ (৪৩) পিতা- বশির মিয়া, সাং-কালিয়াজুড়ি, বড় বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬৮) মো: মিজানুর রহমান (৫০), পিতাঃ বজলুর রহমান, সাং: দিঘীরপাড় (মেম্বার বাড়ী), দূর্গাপুর ইউপি, ১৬৯) রিমন (৩২) পিতা-মৃত মতিন মিয়া, সাং-কালিয়াজুড়ী, হাফেজ গলি, ১৭০) নাছিম (৪২), পিতা- মৃত সামছুল আলম, সাং-কালিয়াজুড়ী (বড় মাঠের পাশে), ১৭১ ) রাসেল (৪৮), পিতাঃ আব্দুল গফুর, সাং-বড় বিজরা, ইউনিয়ন: বাকই দক্ষিণ, থানা-লাকসাম, ১৭২ ) মোতালেব (৫৫), পিতা-মৃত মনছুর আলী, সাং-কালিয়াজুড়ি, চৌধুরী বাড়ী, ১৭৩) কুদ্দুস (৪৩), পিতা-মৃত রোকন মিয়া, সাং-কালিয়াজুড়ি (হাফেজ গলি), ১৭৪) শিমুল হোসেন সওদাগর (৪৩), পিতা-মৃত আম্বর আলী, সাং-কালিয়াজুড়ি (বড় মাঠ), ১৭৫) কাউছারা বেগম সুমী (৪৫) (কাউন্সিলর), পিতা-মৃত কাশেম মিয়া, সাং-কালিয়াজুড়ি (ভূইয়া বাড়ী রোড), ১৭৬ ) অদ্ভুত আহম্মেদ চারু (৬০), পিতা মৃত সুরুজ মিয়া, সাং-ডুমুরিয়া (চাঁনপুর), ১৭৭) পেয়ার আহম্মদ (৫৭), পিতা- মৃত সুরুজ মিয়া, সাং-ডুমুরিয়া (চানপুর), ১৭৮) রাশেদ, পিতা- কাদু মিয়া, সাং-দৌলতপুর, কোনাবাড়ি, দূর্গাপুর ইউপি, ২নং ওয়ার্ড, ১ ১৭৯ ) হান্নান (৫৮), পিতা-খলিল ড্রাইভার, সাং-কালিয়াজুড়ী (মুরাদ মিয়ার গলি), সর্বথানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাসহ আরো অজ্ঞাতনামা ২০০-৩৫০ জন।

তাহসিন বাহার সূচি

এামলায় উল্লেখ করা হয়-
‘আসামীগণ তাহাদের নিজ নিজ অঞ্চলের উচ্ছৃঙ্খল আওয়ামী লীগের নেতাকর্মী। স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচির ডাক দিলে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। ১নং, ২নং, ৩নং এবং ৪ নং আসামীদের হুকুমতে আসামীরা বে-আইনীভাবে দলবদ্ধ হইয়া হাতে রিভালভার, পিস্তল, ককটেল, রামদা, লাঠিসহ দেশীয় এবং বিদেশী অস্ত্রে সুসজ্জিত হইয়া হত্যা, দাঙ্গা, ত্রাস, জনমনে আতংকিত, ডাকাতি এবং জোরপূর্বক অপহরণ করে বা করতে সহায়তা করে। নিরস্ত্র ছাত্র জনতার উপর উদ্দেশ্য-প্রণোদিতভাবে গত ০৪/০৮/২০২৪ তারিখ রোজ শুক্রবার অনুমান সকাল ১০:৩০ ঘটিকায়, কোতওয়ালী মডেল থানাধীন টমছমব্রিজ মসজিদের পূর্বপাশেসহ মসজিদের আশপাশে ছাত্র-জনতা মিছিলে ৫নং আসামি ইমতিয়াজ মাহমুদ পিয়াসের নেতৃত্বে আনুমানিক ১৩০-১৮০ জন সন্ত্রাসী ছাত্র-জনতাকে লক্ষ করে ককটেল বিস্ফোরণসহ গুলি ছোড়ে। এতে করে ২০-২৫ জন গুলিবিদ্ধ হলে প্রাণের ভয়ে ছাত্র-জনতার মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থলে থেকে ১১ নং সাক্ষী হেলাল, ১নং সাক্ষী ইকবাল, ৪নং সাক্ষী খান জাহান আলী, ১০নং সাক্ষী আবু বক্কর, ১২নং ফাকরুদ্দিন, ২নং সাক্ষী জাহিদ সহ আরও অনেককে খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণ করে দেশীয় এবং বিদেশীয় অশ্রদিয়ে গুরুতর জখমসহ ইলেকট্রনিকস ডিভাইস জোরপূর্বক নিয়ে ব্যক্তিগত তথ্য প্রদর্শন এবং বিনষ্ট করে সন্ত্রাসীরা। প্রথম ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ হইয়া ৫০-৬০ জন শিক্ষার্থী মিছিল নিয়ে কোতওয়ালী মডেল থানাধীন সালাউদ্দিন মোড়ে (২য় ঘটনাস্থল) নূর মুহম্মদ সোহেল এবং বিশ্বজিৎ বল বসু (অস্ত্রধারী) নেতৃত্বে ৯০-১২০ জন সন্ত্রাসী ছাত্র-জনতার মিছিলকে লক্ষ করে অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটাইয়া জনমননে আতংকিত করে মুহুর্মুহু এলোপাতাড়ি গুলি ছোড়ে। ছাত্র-জনতা প্রাণ বাঁচাতে এদিকওদিক ছোটাছুটি করার সময় কয়েকজন গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীরা অন্যান্যদের রামদা, লাঠিসোটা দিয়ে সিটিয়ে রক্তাক্ত করিয়া ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। আসামি বিশ্বজিৎ বল বসু স্বয়ং হেলালকে লক্ষ করিয়া গুলি করিলে উক্ত স্বাক্ষী গুরুতর জখম হয়। এমনকি আহত কোমলমতি শিক্ষার্থীদের চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করতে যাতায়াত পথে ও ব্যবস্থায় বিঘ্ন ঘটায়। পরবর্তী সালেহ আহমেদ সহ বিচ্ছিন্ন অবস্থায় কয়েকজন ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায় আওয়ামী লীগের পার্টি অফিস অরূপে টর্চার সেলে। অপহরণরত অবস্থায় বেধড়ক মারধর করিলে সইতে না পেরে জ্ঞান হরিয়ে ফেলে কতিপয় ছাত্র-জনতা। অভি, পাভেল, রাসেল, সোহেল, মহিন, খোরশেদ, হিরা, জামাল, ভুট্টু, জাবেদ, শিপন, মহিন, মুন, সজিব, শরীফ, সফিউল, জসিমসহ অজ্ঞাতনাম ২৪০-২৬০ জন আসামীগণ এলোপাতাড়ি গুলি এবং ককটেল বিস্ফোরণ করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মারাত্মক জখম এবং গুলিবিদ্ধ হয়। অন্যান্য বিবাদীগণ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নিরস্ত্র ছাত্র-ছাত্রীদেরকে বেধড়কভাবে পিটাইয়া ও মারিয়া অনেকের হাড় ভাঙ্গা, নীলা ফুলা, কাটা গুরুতর জখমের সৃষ্টি করে। আন্দোলনের ছাত্র- জনতার শোর চিৎকারে এলাকাবাসীসহ কতেক স্বাক্ষী ঘটনাস্থলে আসিয়া নিরস্ত্র ছাত্র-ছাত্রীদেরকে উদ্ধার করিয়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। তৎপরবর্তীতে আসামীদের নাম ঠিকানা ও আহতদের চিকিৎসার কাজে এজাহার দায়ের করিতে বিলম্ব হইল। ডাক্তারী সনদপত্র পরবর্তীতে দাখিল করা হইবে।’

প্রকাশকঃএম এইচ, কে , উপদেষ্টা সম্পাদক,জাহাঙ্গীর আলম জাবির, ব্যবস্থাপনা সম্পাদকঃনির্বাহী সম্পাদকঃ বার্তা সম্পাদকঃ সাইদুর রহমান মিন্টু এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি anb24.net is one of the most popular Bangla News publishers. It is the fastest-growing Bangla news media that providesective news within the accurate and obj shortest poassible time.anb24.net intends to cover its reach throughout every district of the country, also global news of every segment such as politics, economics, sports, entertainment, education, information and technology, features, lifestyle, and columns anbnewsbd@gmail.com /mahamudulbd7@gmail.com mahamudul@anb24.net