বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি ।।
বুড়িচং উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে।
শনিবার ,(১০ আগষ্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী প্রায় ৪৫/৫০ জন শিক্ষার্থী উপজেলার ফকির বাজার, কালিকাপুর বাজার, ছয়গ্রাম বাজারসহ কয়েকটি হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা, রাস্তা ঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার করে ও লোকজনদেরকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন শিক্ষার্থীরা।
এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান, গতকাল শুক্রবার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় কমিটির উদ্যোগে আমরা এই ইউনিয়নের প্রত্যেকটি হাট বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান।