গাজায় ইসরায়েলি নৃশংসতাকে সমর্থন করার অভিযোগ এনে, মালদ্বীপের রাজধানী মালে আমিনি রাস্তায় কেএফসির কাঁচ ভাঙচুর করার খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ,ঘটনাটি
শনিবার (২০ জুলাই) ভোররাতে ৪টা ৩২ মিনিটে পুলিশকে জানানো হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ,গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে কেএফসির সামনে এই পর্যন্ত বেশ কয়েকটি বিক্ষোভ প্রতিবাদ করেছে স্থানীয় মালদ্বিভীয়ান নাগরিকগন এর পর থেকে কয়েকবা কেএফসি-তে ভাংচুর হয় । এবং কেএফসিতে কালো তেল, কোকাকলা ফেলে প্রতিবাদ করে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে চলতি মাসের ১৬ তারিখ বিকেল ৩টার দিকে আমিনি রোডের কেএফসি-র কাঁচের দরোজা ভাঙচুর করা হয়।
স্থানীয় মালদ্বীভিয়ানরা কেএফসি পরিচালকের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংসতাকে সমর্থন করার অভিযোগ করেছে।