বুড়িচং উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

“সেবার মান বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন” – এম এ জাহের এমপি

বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির উপদেষ্টা নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহের এমপি।


স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার মাহবুব , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, অফিসার ইনর্চাজ আবুল হাসানাত খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা , সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল , উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর , পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এম হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল ইসলাম, বিজিপি প্রতিনিধি , মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সীলের প্রতিনিধি আব্দুস সালাম খন্দকার, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার আব্দুর রহিম, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান এড.ইস্কান্দার আলী আমির ভূইয়া , বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন আলহাজ্ব এম এ জাহের এমপি।


এসব অনুষ্ঠানে এম এ জাহের এমপি বলেন, বর্তমান সরকার জনবান্ধব এবং দেশের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। সুতরাং উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের আন্তরিকতার সাথে মানুষের সেবা এবং বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি, উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।