ভারত ও নেপালের অদক্ষ শ্রমিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মালদ্বীপ

মালদ্বীপ সরকার বুধবার শুধুমাত্র বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়ার আগের সিদ্ধান্ত সংশোধন করেছে, ভারত ও নেপাল থেকেও অদক্ষ শ্রমিকদের অনুমতি দিয়েছে

বুধবার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলী ইহুসান এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি আরও বলেন, চলমান মূল্যায়ন শেষ হলে সরকার অতিরিক্ত দেশ থেকে অদক্ষ শ্রমিকদের অনুমতি দেবে।

“আজ থেকে সীমান্ত খুলে দেওয়া হচ্ছে ভারত ও নেপালথেকে আসা অদক্ষ শ্রমিকদের। আমাদের মূল্যায়ন শেষ হয়ে গেলে আমরা অন্যান্য দেশকেও অনুমতি দেব।

রোববার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় অন্যান্য দেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ স্থগিত রেখে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।

এই সিদ্ধান্তের ফলে ২০১৯ সালে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার অবসান ঘটে।