Home আন্তর্জাতিক বাংলাদেশের ও মালদ্বীপের নির্বাচন নিয়ে : যুক্তরাষ্ট্রকে শতর্ক করলো ভারত

বাংলাদেশের ও মালদ্বীপের নির্বাচন নিয়ে : যুক্তরাষ্ট্রকে শতর্ক করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক।

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাক্ষাৎ করেন ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও

নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ও মালদ্বীপে এমন কোন উদ্যোগ নেয়া উচিত নয় যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়। বুধবার মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রকে এমনটিই জানিয়েছে দিল্লি।

 

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরকে সামনে রেখে দু’দিনের জন্য দিল্লি যান ওয়াশিংটনের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। মোদির সাথে সাক্ষাতের পাশাপাশি করেন প্রতিনিধি পর্যায়ের বৈঠক। এতে বিভিন্ন বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

 

আলোচনায় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ছাড়াও ঘুরে-ফিরে আসে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর প্রসঙ্গ। অজিত দোভাল বলেন, আসছে নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বা মালদ্বীপে বড় শক্তিগুলোর এমন কোন পদক্ষেপ নেয়া উচিত না যাতে ভারতের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আলোচনায় চীন প্রসঙ্গে বলা হয়- অর্থনৈতিক করিডোর গঠনের মাধ্যমে পাকিস্তানের পাশাপাশি মিয়ানমারে নিজেদের উপস্থিতি প্রসারিত করছে বেইজিং। আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে শ্রীলঙ্কা ও বাংলাদেশেও।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি