চাঁদপুরীশাহ (রাঃ) কেবলার ১২৯তম ওরছ শরীফ আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ,

হযরত সৈয়দ মোহাম্মাদ আশরাফ আলী চাঁদপুরীশাহ (রাঃ) কেবলার একশত উনত্রিশ তম ওরছ শরীফ,

আগামী ৫ ফেব্রুয়ারী রোজ রবিবার কুমিল্লা লাকসামে চাঁদপুরীশাহ দরবার পাকে অনুষ্ঠিত হবে।

 

সকল মুরিদান, ভক্ত আশেকান, তরিকতপন্থী ও সকল সুন্নী মোসলমান দের উক্ত ওরছ মাহফিলে উপস্থিত হয়ে ফয়েজ রহমত হাছিল করার জন্য দরবারে পক্ষথেকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে ।

 

দরবারে সাজ্জাদানশীন বহু দ্বীনি মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরীশাহ্ (মাঃজিঃআঃ), পীরসাহেব ক্বেবলা,চাঁদপুরীশাহ্ দরবার শরীফ লাকসাম, কুমিল্লা।নায়েবে- সাজ্জাদানশীন , সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক চাঁদপুরী, সৈয়দ মাজেদুল হক চাঁদপুরী।

 

অনুষ্ঠান সূচী ২১ মাঘ সকাল ১০টা হতে রওজা শরীফে গোসল দান ও গিলাফ পরিধান এবং সাজ-সজ্জা, ২২ মাঘ বাদ ফজর খতমে কোরআনে পাক, দপুর ১২ টা থেকে যোহর নামাজের প্রস্তুতি বাদ যোহর তাবারুক বন্টন বিকেল ৫ ঘটিকা পর্যন্ত। বাদ আসর মাহফিল আরম্ভ ও দরবারের বিবিধ বিষয়ে আলোচনা, তরিকতি ওয়াজ নছিহত, শানে চাঁদপুরীশাহ গজল, জিকিরের তালিম, পবিত্র মিলাদ ও আখেরি মোনাজাত।

 

এএনবি২৪ ডট নেট /ইউসুফ হোসেন।