
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ শেষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাকশীমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, উপজেলা বিএনপি’র সদস্য প্রফেসর জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সরোয়ার হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাশার, সহ-সভাপতি মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জজু মেম্বার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক টিটু, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, বাকশীমুল ইউনিয়ন যুবদলের অন্যতম যুবনেতা মেহেদী হাসান ভূঁইয়া, জাতীয়তাবাদী ছাত্রদলের ক্লিন ইমেজের পরিচ্ছন্ন ছাত্রনেতা কায়েদ আহমেদ চৌধুরী, ওয়ার্ড যুবদলের সভাপতি মাহাবুল আলমসহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বিএনপির ৩১ দফা কর্মসূচি হলো জনগণের মুক্তি ও দেশের পুনর্গঠনের নীলনকশা। এ কর্মসূচি জনগণের হাতে তুলে দিতে হবে ঘরে ঘরে, যাতে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত থেকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরে দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।






