
মোঃ শাহজাহান বাশার
দেশটাকে করছে শেষ, ওই শকুনের দলেরা,
লুটে নিচ্ছে মাটি, নদী, প্রাণ, আর ভাতের থালা।
মুখে নীতি, বুকে পাপ, মুখোশে আছে ধোঁকা,
মানুষ এখন শিকলবন্দি, সত্য যেন শোকা।
যে মাটিতে লাল সূর্য ওঠে, স্বাধীনতার গান,
সেই মাটিতে আজ রক্ত ঝরে, কাঁদে কৃষক-প্রাণ।
নেতা নামে ব্যবসায়ী, ঘুষে বাঁধে রাজনীতি,
বিচারের নামে চলছে শুধু, অন্যায়ের রাজনীতি।
পদে পদে টোল আর ট্যাক্স, ঘুষে চলে দেশ,
দুর্নীতির কফিনে আজ, ন্যায়বিচার নিঃশেষ।
বিলাসবহুল প্রাসাদ গড়ে, জলে ওঠে দাম,
ক্ষুধার্ত মুখে শিশু কাঁদে, তবু নেই করুণা-ধাম।
দেশটাকে করছে শেষ, ওই শকুনের দলেরা,
মানুষ নয়, তারা চায় শুধু ক্ষমতার পালা।
তবু জেগে ওঠো জনতা, ভাঙো এই বেড়াজাল,
দেশটা যেন বেঁচে থাকে — এ আমাদের চূড়ান্ত কাল।






