হাজারো অবৈধ স্থাপনায় কোণঠাসা গোমতী নদীর পাড়

নিউজ এডিটর:মোহাম্মদ মাহমুদুল,  কুমিল্লা, ৩০ অক্টোবর:

দখল, বর্জ্য ও অবৈধ নির্মাণে ক্রমেই হারাচ্ছে তার স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য। কুমিল্লার প্রাণ গোমতী নদী এখন যেন দখলদারদের কব্জায় কোণঠাসা। নদীর দুই তীরজুড়ে গড়ে উঠেছে হাজারো দোকানপাট, বসতবাড়ি ও নানা বাণিজ্যিক স্থাপনা।

 

স্থানীয়রা জানায়, বছরের পর বছর ধরে নদীর তীরে দখল চলে আসছে প্রশাসনের নাকের ডগায়। কেউ করছে পাকা দালান, কেউ বানাচ্ছে গুদামঘর, আবার কেউ নদীর পাড় কেটে নিচ্ছে বালু ও মাটি। একসময় যে গোমতী শহরের প্রাণবায়ু ছিল, এখন সেটি হয়ে উঠেছে বর্জ্য ফেলার স্থান।

 

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “নদী দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান হয়, কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়। স্থায়ী সমাধান হচ্ছে না।”

নদীর পাশের বাসিন্দা আব্দুল করিম বলেন, “আমরা ছোটবেলায় এখানে নৌকা চালাতাম, এখন পাড় চিনতেই পারি না। নদীটা যেন মরে যাচ্ছে।

 

প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগিরই অভিযান শুরু হবে।”

তবে পরিবেশ কর্মীদের অভিযোগ, শুধু অভিযান নয়—নদীর পাড় রক্ষা ও পুনর্গঠনের জন্য দীর্ঘমেয়াদি নীতিমালা দরকার।

 

একসময় গোমতী ছিল কুমিল্লার কৃষি, মৎস্য ও নৌপরিবহনের প্রধান উৎস। এখন সেই নদী হারাচ্ছে তার অস্তিত্ব। দখল আর দূষণের চাপে গোমতী নদী যেন আজ নিজেরই অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছে।