
স্টাফ রিপোর্টার | কুমিল্লা | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,
> “সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। নিজের সন্তানকে স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করবেন না, বরং তাদের মত প্রকাশের সুযোগ দিন।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,
> “যদি সন্তান মা-বাবার কাছে নিজের কথা বলতে না পারে, তবে সে বাইরে অন্য জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করবে—এবং খারাপ পথে চলে যেতে পারে।”
তিনি শিক্ষক-অভিভাবক সম্পর্ক নিয়েও বলেন,
> “শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তাঁরা শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলেন। একজন ভালো শিক্ষকই একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান ও মানসম্মত শিক্ষার্থী তৈরি করতে পারেন।”
উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবু ইউছুফ ভূঞা।
প্রধান অতিথি ছিলেন কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান এবং বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঞা।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নূর মোহাম্মদ মিয়াজী, গীতা পাঠ করেন ঝিলিক দেবনাথ।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবু ইউছুফ ভূঞা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাফাকাত তাইয়্যেবা নূছরাত,
শিক্ষকদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক মো. ছাইদুল ইসলাম,
এবং গভর্নিং বডির পক্ষে সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান নাসিম বক্তব্য দেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






